খেলাধুলা ডেস্ক || বাংলাদেশের ক্রিকেটীয় আবেগ ও জাতীয় সম্মানে আঘাতের প্রতিবাদে এক চূড়ান্ত সিদ্ধান্ত নিল সরকার। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে রাজনৈতিক চাপে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে, বাংলাদেশে আইপিএলের সকল খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মঙ্গলবার (০৫ জানুয়ারি, ২০২৬) মন্ত্রণালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অযৌক্তিক হস্তক্ষেপের কারণে কেকেআর যেভাবে মোস্তাফিজকে দল থেকে সরিয়ে দিয়েছে, তা কেবল অপেশাদারই নয়, বরং বাংলাদেশের সাধারণ মানুষকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। জনস্বার্থ এবং জাতীয় আবেগের কথা বিবেচনায় নিয়ে সরকার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
ঘটনার সূত্রপাত হয় যখন বিসিসিআই-এর বিশেষ নির্দেশে রেকর্ড মূল্যে কেনা মোস্তাফিজকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলে কলকাতা। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই একজন বিশ্বমানের অলরাউন্ডারের প্রতি এমন আচরণকে ‘বৈষম্যমূলক’ হিসেবে দেখছে বাংলাদেশের ক্রীড়ামহল। এই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে আইপিএল বয়কটের ডাক ওঠে। সরকার সেই জনমতের প্রতিফলন ঘটিয়েই সম্প্রচার বন্ধের নির্দেশ দিল।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্ম আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ২০২৬-এর কোনো ম্যাচ, হাইলাইটস বা টকশো প্রচার করতে পারবে না।
বাংলাদেশের ইতিহাসে ক্রিকেটীয় কারণে কোনো আন্তর্জাতিক লিগ সম্প্রচার বন্ধের ঘটনা এটিই প্রথম। বিসিবির বিশ্বকাপ সফর নিয়ে অনিশ্চয়তার পর সরকারের এই সিদ্ধান্ত ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ককে এক নতুন এবং কঠিন মোড়ে দাঁড় করিয়ে দিল। মাঠের ক্রিকেটের চেয়ে এখন কূটনৈতিক লড়াই-ই বড় হয়ে দেখা দিচ্ছে।