1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আবার ক্র্যাব সভাপতি তমাল ও সাধারণ সম্পাদক বাদশা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

আবার ক্র্যাব সভাপতি তমাল ও সাধারণ সম্পাদক বাদশা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে
আগামী এক বছরের জন্য ক্র্যাবের নবনির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রবিবার ক্র্যাব নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক || অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন-এর সিটি এডিটর মির্জা মেহেদী তমাল। একই সঙ্গে দ্বিতীয়বারের মতো সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভি-র এম এম বাদশা।

রবিবার (৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

এবার ক্র্যাব নির্বাচনে মোট সদস্য ভোটার ছিলেন ২৯৯ জন, যেখানে ভোট পড়েছে ২৮৪ঠি; যার মধ্যে পাঁচটি বাতিল হয়েছে।

জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং ক্র্যাব সদস্য আহমদ আতিক সদস্য সচিব ছিলেন।

সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ২৩ প্রার্থী এবারের নির্বাচনে অংশ নেন।

সভাপতি পদে ১৪৫ ভোটে বিজয়ী হন মির্জা মেহেদী তমাল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন আরিফ পেয়েছেন ১৩০ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন এম এম বাদশা, যার প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পান ১১৪ ভোট এবং হাসান উজ-জামান ৪২ ভোট পান।

যুগ্ম সম্পাদক পদে ১৪৭ ভোটে বিজয়ী হয়েছেন শহিদুল ইসলাম রাজী, যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আহম্মেদ লাবু পেয়েছেন ১২৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে নিহাল হাসনাইন ১৫৬ ভোটে জয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী আমানুর রহমান রনি পেয়েছেন ১১৯ ভোট।

অর্থ সম্পাদক পদে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী মো. এমদাদুল হক খান পেয়েছেন ৮৮ ভোট।

দপ্তর সম্পাদক পদে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইসমাঈল হোসেন ইমু। এ পদে এস এম ফয়েজ পেয়েছেন ১১৬ ভোট।

কার্যনির্বাহী সদস্যের তিনটি পদের জন্য চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২১৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন আবু হেনা রাসেল, ১৩৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন আইয়ুব আনসারী এবং ১৩১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মাহবুব আলম। অন্য প্রার্থী হরলাল রায় সাগর পেয়েছেন ১২৯ ভোট।

এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক পদে শেখ কালিমউল্যাহ নয়ন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিজয়ী হয়েছেন।

নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছরের জন্য ক্র্যাব পরিচালনার দায়িত্ব পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT