1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
এই নির্বাচন পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ, সিলেটে মির্জা ফখরুল - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

এই নির্বাচন পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ, সিলেটে মির্জা ফখরুল

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে
রবিববার সন্ধ্যায় সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেট প্রতিনিধি || বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের জাতীয় নির্বাচন শুধু বিএনপির জন্য নয়, পুরো জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করা এবং সেই সংসদের মাধ্যমে একটি সংসদীয় সরকার প্রতিষ্ঠা করা, যা দেশে সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করবে।

রবিববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৫-১৬ বছরে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ সময়ে ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং সিলেটের সংগ্রামী নেতা ইলিয়াস আলীসহ প্রায় ১ হাজার ৫০০ নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।

তিনি বলেন, গোটা বাংলাদেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। ভয়ভীতি দেখিয়ে মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। শেষ পর্যন্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।

অন্তর্বর্তী সরকারের নির্বাচনি ঘোষণা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে নতুন করে আশার আলো সৃষ্টি হয়েছে। যদিও বিভিন্ন গণমাধ্যমে অনিশ্চয়তার কথা উঠে আসছে, তারপরও দেশ নির্বাচনের পথেই এগিয়ে যাচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু হবে।

এই নির্বাচন কেবল একটি দল বা গোষ্ঠীর নয়, বরং পুরো জাতির ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র, সুশাসন ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT