1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মহেশখালীতে ডাকাতের কবলে পড়া ১৩ জেলে উদ্ধার - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

মহেশখালীতে ডাকাতের কবলে পড়া ১৩ জেলে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে
উদ্ধার হওয়া জেলেরা

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের মহেশখালীর পশ্চিম সমুদ্রে ডাকাতের কবলে পড়া একটি ফিশিং বোটের ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

রবিবার (৪ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে মহেশখালী উপকূল থেকে পশ্চিম গভীর সমুদ্র এলাকায় মাছ ধরতে যাওয়া ‘এফ বি আল্লাহর দান-২’ নামে ফিশিং বোটে ডাকাতি হয়। ডাকাতরা বোটে থাকা মাছ, জাল, খাবারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম লুট করে নেয় এবং জেলেদের সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে কোস্টগার্ড বিষয়টি অবগত হয়।

কোস্টগার্ড কন্টিনজেন্ট বাঁশখালীর একটি দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করে। ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

তিনি জানান, গুরুতর আহত দুইজন জেলেকে উন্নত চিকিৎসার জন্য বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অন্য জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। উদ্ধার হওয়া জেলেদের ফিশিং বোটসহ মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT