1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ফটো।

নিজস্ব প্রতিবেদক || দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় যাবেন। সফর শেষে সেখান থেকে তিনি রংপুর যাবেন এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

এদিকে, দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে চলতি মাসের ২০ জানুয়ারি নাগাদ সিলেট সফরের সম্ভাবনাও রয়েছে তার।

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা। বগুড়ার সঙ্গে তারেক রহমানের পারিবারিক সম্পর্ক রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান বগুড়া সফর করেছিলেন। সে হিসাবে ১৯ বছর ১৮ দিন পর তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখতে যাচ্ছেন।

এছাড়া, ১২ জানুয়ারি তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT