1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মাদু‌রো‌কে অপহরণের প্রতিবা‌দে বগুড়ায় বিক্ষোভ-সমাবেশ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

মাদু‌রো‌কে অপহরণের প্রতিবা‌দে বগুড়ায় বিক্ষোভ-সমাবেশ

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ ও দেশটিতে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রবিবার বগুড়ার সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বগুড়া।

বগুড়া প্রতি‌নি‌ধি || ভে‌নেজুলার প্রেসি‌ডেন্ট নি‌কোলাস মাদু‌রো‌কে অপহরণ (বা ছিনতাই) এবং দেশ‌টি‌তে মা‌র্কিন সাম‌রিক আগ্রাস‌নের প্রতিবা‌দে বি‌ক্ষোভ সমাবেশ ও মিছিল ক‌রেছে গণতা‌ন্ত্রিক যুক্তফ্রন্ট বগুড়া।

রবিবার (৪ জানুয়ারি) বি‌কালে বগুড়া শহ‌রের সাতমাথায় বি‌ক্ষোভ সমা‌বেশ ও মি‌ছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সমা‌বে‌শে বামপন্থি নেতাকর্মীরা বলেন, জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক নিয়ম-নীতির তোয়াক্কা না করে ৩ জানুয়ারি সকালে ভেনেজুয়েলায় নির্মম আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে বোমা বর্ষণ করা হয়েছে। অপহরণ করা হয়েছে দেশটির প্রেসডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে।

তারা ব‌লেন, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতৃত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী আক্রমণের মাধ্যমে দস্যুবৃত্তির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। একই সা‌থে জাতিসংঘকে অবিলম্বে হামালা বন্ধে কর্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।

সমাবেশে বলা হয়, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করার হীন উদ্দেশ্য থেকেই এই আক্রমণ করা হয়েছে। এর মাধ্যমে তারা মাদুরো সরকারকে উচ্ছেদ করে মার্কিন অনুগত পুতুল সরকার ক্ষমতায় বসিয়ে ভেনেজুয়েলার তেল ও জ্বালানি সম্পদকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করতে চায়। অবিলম্বে এই হামলা বন্ধ এবং প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীর নিঃশর্ত মুক্তি দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT