1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
টি-টোয়েন্টি বিশ্বকাপ : বাংলাদেশের অনুপস্থিতিতে ভারতের ‘ক্ষতি হবে’ ৩০ কোটি রুপি - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ : বাংলাদেশের অনুপস্থিতিতে ভারতের ‘ক্ষতি হবে’ ৩০ কোটি রুপি

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে
ফাইল ফটো।

খেলাধুলা ডেস্ক || বাংলাদেশ যদি ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যায় এবং ম‌্যাচগুলো নির্ধারিত সময় অনুযায়ী না হয়, তাহলে ভারতকে পড়তে হবে ৭ থেকে ৩০ কোটি রুপির আর্থিক ক্ষতির মুখে।

আর্থিক ক্ষতির বড় অংশজুড়ে আছে টিকিটের আয়। এরপর গ্রাউন্ড রাইটস, স্থানীয় স্পন্সরশিপ এবং হসপিটালিটি ডিমান্ড থেকে বড় অংশের ক্ষতির মুখোমুখি হতে হবে ভারতকে।

সোমবার (৫ জানুয়ারি) ভারতের কলকাতাভিত্তিক বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা তাদের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে।

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ে খেলার কথা ছিল। প্রতিপক্ষ ইংল‌্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। তবে, রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মোস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার পর সব হিসেব পাল্টে যেতে শুরু করেছে।

বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে আইসিসির কাছে।

আইসিসি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিশ্বকাপের বাকি আছে মাত্র এক মাস। এর আগে উদ্ভূত পরিস্থিতি যে কারো জন‌্যই খারাপ ও বিব্রতকর। আইসিসিকে তাই এখন কঠিন পরিস্থিতি সামলাতে হচ্ছে।

বিসিসিআইর সাবেক এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা আইএনএসকে বলেছেন, ‘‘প্রতিটি পদক্ষেপেরই একটি প্রতিক্রিয়া থাকে। বিসিবি তার কর্তৃত্বের মধ্যে যা করা সম্ভব, তা করেছে।’’

আনন্দবাজার পত্রিকা লিখেছে, বর্তমানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি বাস্তবসম্মত বিকল্প আছে।

প্রথমটি হলো, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করা।

দ্বিতীয় হলো, ভারতে নির্ধারিত ম্যাচগুলো থেকে বাংলাদেশকে বাদ দিয়ে পয়েন্ট প্রতিপক্ষকে দিয়ে দেওয়া। এরপর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া।

তৃতীয়টি হলো, যদি বাংলাদেশকে বাদ দেওয়া হয়, তাহলে অন্য একটি দেশকে টুর্নামেন্টে স্থান দেওয়া হবে। যদিও কোনো আনুষ্ঠানিক রিজার্ভ তালিকা নেই। সহযোগী দেশ স্কটল্যান্ড সর্বাধিক আলোচিত সম্ভাব্য দল।

কোন পথে হাঁটবে আইসিসি? বিসিবিই বা কতোটুকু ছাড় দেবে?

বিসিবি প্রধান আমিনুল ইসলাম বলেছেন, বিসিবির সঙ্গে আলোচনায় বসবে আইসিসি। সেই আলোচনা হতে পারে দুয়েক দিনের মধ‌্যেই।

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার টিম বাংলাদেশের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না দেখার সিদ্ধান্ত দেয়। বিষয়টি আইসিসির মাধ্যমে ভারতের ক্রিকেট কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে বিসিবি। তবে রাজনীতি ও কূটনীতির জটিল হিসাব-নিকাশে পরিস্থিতি কোন দিকে যায়, সেটিই দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT