1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
প্রমোশন চেয়ে আন্দোলন : শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে রাঙামাটিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

প্রমোশন চেয়ে আন্দোলন : শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে রাঙামাটিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাঙামাটি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি || রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের অবমাননা ও লাঞ্ছনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একাংশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের সামনে তবলছড়ি-আসামবস্তি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় সড়কটিতে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।

শিক্ষার্থীরা বলেন, গত ৪ জানুয়ারি আমাদের বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ফেল করায় শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। আমরা এর প্রতিবাদে অবস্থান নিয়েছি। ফেল করা শিক্ষার্থীদের খাতা দেখাতে হবে এবং তারা যদি ফেল করে তাহলে বিদ্যালয়ের সম্মান রক্ষার্থে তাদের টিসি দিতে হবে। কোনোভাবেই বিদ্যালয়ের সুনাম নষ্ট করা যাবে না।

এ প্রসঙ্গে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির আলম জানান, ফেল করা শিক্ষার্থীরা খাতা দেখতে চেয়েছে, আমরা দেখাবো বলেছি। কিন্তু তারা প্রমোশন চেয়ে আন্দোলন করেছে। আমরা এটাও বলেছি, সংক্ষিপ্ত সিলেবাসে পুনরায় পরীক্ষা নেব। কিন্তু এ বিষয়ে তারা আপত্তি জানিয়েছে। চলমান পরিস্থিতির বিষয়ে আমরা ইতোমধ্যেই কয়েকটি সভা করেছি এবং জেলা প্রশাসক ও জেলা ক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’’

আগামীকাল ৭ জানুয়ারি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বিদ্যালয়টির কিছুসংখ্যক শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় ফেল করার পর, শিক্ষকেরা ইচ্ছে করে ফেল করিয়ে দিয়েছে এমন অভিযোগ করে সড়কে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের বাকবিতন্ডা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT