1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়েছেন ধর্মেন্দ্রর দুই পক্ষের সন্তানেরা? - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়েছেন ধর্মেন্দ্রর দুই পক্ষের সন্তানেরা?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে
ছবির কোলাজ

বিনোদন ডেস্ক || গত ২৪ নভেম্বর, মুম্বাইয়ের বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলিউডের বরেণ্য অভিনেতা ধর্মেন্দ্র। ব্যক্তিগত জীবনে দুটি বিয়ে করেন এই অভিনেতা। প্রথম সংসার বাঁধেন প্রকাশ কৌরের সঙ্গে। পরে ভালোবেসে ঘর বাঁধেন অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে। ধর্মেন্দ্রর মৃত্যুর পর আলাদা আলাদাভাবে প্রার্থনা সভার আয়োজন করেন তারা।

গত ২৭ নভেম্বর মুম্বাইয়ে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং পুত্র সানি ও ববি দেওল। গত ১১ ডিসেম্বর দিল্লিতে দ্বিতীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়, যা আয়োজন করেন ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী এবং কন্যা এশা ও অহনা দেওল। এই প্রার্থনা সভাটি হেমার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।

এরপর পর থেকে গুঞ্জন উড়ছিল, দুই পক্ষের সঙ্গে সম্পর্ক ভালো নেই। ফলে সামনে আসে ধর্মেন্দ্রর সম্পদের বিষয়টিও। বিশেষ করে তার লোনাভালার ফার্মহাউজটি। নেটিজেনরাও প্রশ্ন তুলেন—“তবে কী সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়েছেন ধর্মেন্দ্রর ছেলে-মেয়েরা?” এ নিয়ে চর্চা চললেও নীরব ছিল পুরো পরিবার। অবশেষে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন হেমা মালিনী।

আলাদা প্রার্থনা সভার কারণ ব্যাখ্যা করে হেমা মালিনী বলেন, “এটা আমাদের পারিবারিক ও ব্যক্তিগত বিষয়। পরিবারের সদস্যরা মিলে বিষয়টি নিয়ে আগেই আলোচনা করেছিলাম। এটি ঘনিষ্ঠ মানুষদের নিয়ে করা হয়।”

দিল্লিতে প্রার্থনা সভার আয়োজন করা প্রসঙ্গে হেমা মালিনী বলেন, “আমি যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত, ফলে বন্ধুদের জন্য দিল্লিতে একটি সভা করা জরুরি ছিল। তাছাড়াও লোকসভা কেন্দ্র মথুরায় একটি প্রার্থনা সভা করেছি। কারণ সেখানকার মানুষ ধর্মেন্দ্রর ভীষণ ভক্ত।”

লোনাভালার ফার্মহাউজ নিয়ে সৃষ্ট জটিলতারও অবসান ঘটিয়েছেন হেমা মালিনী। এ অভিনেত্রী বলেন, “ধর্মেন্দ্রর অত্যন্ত প্রিয় লোনাভালার ফার্মহাউজটি তার ভক্তদের জন্য একটি জাদুঘরে রূপান্তরিত করা হবে। সানি (সানি দেওল) এই উদ্যোগ নিয়েছে। অবশ্যই এটি বাস্তবায়িত হবে। সবকিছু খুব সুন্দরভাবেই এগোচ্ছে। ‘দুটি আলাদা পরিবার, কী হবে’—এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এ নিয়ে কাউকে দুশ্চিন্তা করতে হবে না। আমরা সবাই একদম ভালো আছি।”

১৯৭০ সালে ‘তুম হাসিন ম্যায় জওয়ান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন হেমা মালিনী-ধর্মেন্দ্র। এ সিনেমার শুটিং সেটে তাদের প্রথম দেখা হয়। সেখান থেকে মনের লেনাদেনা শুরু। যদিও তখন প্রথম স্ত্রীর সঙ্গে বিয়েবিচ্ছেদ হয়নি ধর্মেন্দ্রর। সবকিছু উপেক্ষা করে ১৯৮০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই প্রেমিক জুটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT