1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
এসপির নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেপ্তার ২ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

এসপির নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেপ্তার ২

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

দিনাজপুর প্রতিনিধি || দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসার নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী আক্তারুজ্জামান মিয়ার কাছে পুলিশ বুথ নির্মাণের জন্য ডোনেশন দাবি করেছে প্রতারকরা। ভুয়া হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে তারা ২ লাখ টাকা দাবি করে। এর মধ্যে ১ লাখ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়।

পরে সন্দেহ হলে ভুক্তভোগীর পক্ষে চিরিরবন্দর থানায় মামলা করা হয়। পরে ডিবির বিশেষ টিম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মো. জুনাইদ খন্দকার (২৪) ও মো. হিমেল (২৩) নামের দুজনকে গ্রেপ্তার করে। এ সময় ৩টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড ও নগদ ১ লাখ ৪৮ হাজার ১৩৫ টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা পুলিশের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT