1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
কলকাতায় এক দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

কলকাতায় এক দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় মঙ্গলবার শীতে একেবারে জবুথবু দশা দেখা গেছে। গত এক দশকে রেকর্ড পারদ পতনের সাক্ষী হল মহানগর। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিস জানিয়েছে,গত ১৩ বছরের মধ্যে এটাই কলকাতার সবচেয়ে শীতল জানুয়ারি। কলকাতার পাশাপাশি শীতের দাপটের নাকাল উত্তরবঙ্গ এবং সমগ্র দক্ষিণবঙ্গও।

আবহাওয়া দপ্তর সূত্র জানিয়েছে, ১৮৯৯ সালে ২০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৩ সালের ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর চলতি বছরের মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

নতুন বছরের প্রথম সপ্তাহেই রাজ্যজুড়ে হাড় কাঁপানো শীতের কামড়, ঠান্ডার তীব্রতা কতটা, কলকাতার কনকনে দশাতেই তা স্পষ্ট হয়ে যায়। জানুয়ারিতে শীতে জবুথবু রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। দক্ষিণবঙ্গে সবচেয়ে শীতল বীরভূম। শ্রীনিকেতন ও সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দার্জিলিঙের পার্বত্য এলাকায় তাপমাত্রা নেমে এসেছে দেড় ডিগ্রি সেলসিয়াসে। রায়গঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।দার্জিলিঙের পার্বত্য এলাকায় তাপমাত্রা নেমে এসেছে দেড় ডিগ্রি সেলসিয়াসে। রায়গঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের এই দাপট বজায় থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করার কথা, যা স্বাভাবিকের চেয়ে ৬ দশমিক ৭ ডিগ্রি কম।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বুকে জন্ম নিয়েছে নতুন নিম্নচাপ। তবে এই নিম্নচাপ বাংলা থেকে বহুদূরে রয়েছে। এই নিম্নচাপ স্থলভাগ থেকে শীতল বাতাস টেনে নিচ্ছে। এই শীতল বাতাস উত্তরবঙ্গ ও সিকিমে তুষারপাত হওয়া অঞ্চল ছুঁয়ে, স্থলভাগে প্রবেশ করছে। সেই হাওয়া রাজ্যের উপর দিয়ে হু হু করে বয়ে যাওয়ায় শীতের কামড় এত ভয়াবহ হচ্ছে। আপাতত বাংলার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি সপ্তাহজুড়েই বাংলায় উত্তুরে হাওয়ার দাপট জারি থাকবে। কনকনে ঠান্ডার আমেজ থেকে আপাতত মুক্তি পাওয়া যাবে না।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের সব জেলায় রাতের তাপমাত্রা ফের ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এরপর আগামী পাঁচদিনে রাতের তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না। দিল্লির মতোই রোদহীন শীতকাল হওয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস পেরোচ্ছে না। ফলে দিনভর শীত অনুভূত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT