1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জামায়াত এখন পরিশুদ্ধ, নাহলে বীর বিক্রম-মুক্তিযোদ্ধা সঙ্গে গেলেন কেন: অলি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

জামায়াত এখন পরিশুদ্ধ, নাহলে বীর বিক্রম-মুক্তিযোদ্ধা সঙ্গে গেলেন কেন: অলি

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে
সোমবার রাজধানীর মগবাজারের গুলফেশাঁ প্লাজায় এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসেন দলটির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

বিশেষ প্রতিবেদক || জামায়াতে ইসলামী এখন পরিশুদ্ধ রাজ‌নৈ‌তিক দল বলে মন্তব্য ক‌রে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, জামায়াত এখন পরিশুদ্ধ। পরিশুদ্ধ না হলে বীর বিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে গেলেন কীভাবে।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারের গুলফেশাঁ প্লাজায় এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

জামায়াতের নেতৃত্বাধীন জোটের সঙ্গে যোগ দেওয়ার ব্যাখ্যায় অলি আহমদ বলেন, “যারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, সবাইকে মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে, সেই তরুণদের মেজরিটি ছিল জামাতের ছেলেরা। বিএনপির থেকে তো মহাসচিব বলে দিয়েছেন, এই সংগ্রামের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। সুতরাং যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করল আর আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম; আমরা সবাই একসাথে হয়েছি।”

“আপনাদেরকে (জনগণ) সুশাসন দেওয়ার জন্যই আমরা একসাথে হয়েছি,” বলেন অলি আহমদ।

ড. অলি আহমদ বলেন, “আমরাও জামায়াতে যোগদান করিনি, জামায়াতও এলডিপিতে যোগদান করেনি। আমাদের মার্কা ‘দাড়িপাল্লা’ নয়, আমাদের মার্কা ‘ছাতা’। আমরা মুক্তিযুদ্ধের শক্তি এবং জুলাইয়ের শক্তি একত্রিত হয়েছি। আমরা আসন সমঝোতা করেছি। আমরা যে আসনে প্রার্থী দেব, জামায়াত সেই আসনে প্রার্থী দেবে না। একইভাবে তারা যেখানে প্রার্থী দেবে, আমরাও সেখানে দেব না।”

বাংলাদেশ কীভাবে চলবে, সেটি দেশের জনগণ ঠিক করবে বলে মন্তব্য ক্ররে এই বীর মু‌ক্তি‌যোদ্ধা ব‌লেন, “ভারতের সাথে কোনো বিরোধ নেই। তবে আমরা মোদির গোলাম হিসেবে কাজ করব না। অমিত শাহর গোলাম হিসেবে কাজ করব না। বাংলাদেশের জনগণ ঠিক করবে, বাংলাদেশ কীভাবে চলবে। দিল্লিতে সিদ্ধান্ত হবে আর বাংলাদেশে কাজ হবে, এই ধরনের বেইমানি আর মোনাফেকির কাজে আমরা যাব না।”

“জনগণকেও বলতে চাই, যারা দিল্লির ও মোদির দালালি করছে তাদের থেকে সাবধান থাকেন। হাসিনা যা করেছে আমরাও যদি তাই করি তবে হাসিনা এবং আমাদের মধ্যে কী পার্থক্য থাকবে?,” প্রশ্ন ছুঢ়ে দিয়ে অলি আহমদ বলেন, “আমরা ভারতের দালাল হতে চাই না। যারাই ভারতের দালালি করছে তাদেরকে চিহ্নিত করেন। তাদের বিরুদ্ধে অবস্থান নেন। কারণ তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। অর্থ ও নারীসহ বিভিন্ন লোভে আকৃষ্ট হয়ে ভারতের কাছে তারা আত্মসমর্পণ করেছে।”

এলডিপির প্রেসিডেন্ট অ‌লি আহমদ ব‌লেন, “ভারতের লোকের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। তারাও আমাদের মতো মানুষ। তবে ভারতের ও (গোয়েন্দা সংস্থা) র-এর নীতিতে আমরা কাজ করতে চাই না। আমরা কাজ করব বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে। জামায়াতও একই জিনিস চায়। সেজন্য আমরা জামায়াতের সাথে আসন সমঝোতায় এসেছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT