1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
থাইল্যান্ড থেকে আসছে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন তেল - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

থাইল্যান্ড থেকে আসছে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || আসন্ন পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিরতা রোধে থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এ তেল কেনা হবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গুদামে পৌঁছানো পর্যন্ত সব ধরনের ব্যয় যোগ করে প্রতি লিটার তেলের দাম পড়বে ১৬২ টাকা ৬৩ পয়সা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সয়াবিন তেল ও মসুর ডাল কেনার দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, রমজানে ভোজ্যতেলের সরবরাহ বাড়ানো ও বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক ডিপিএম পদ্ধতিতে সয়াবিন তেল কেনার প্রস্তাব উত্থাপন করা হয়। পর্যালোচনা শেষে উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি অনুমোদন দেয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জরুরি বিবেচনায় থাইল্যান্ডের প্রাইম কর্প ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেডের কাছে দরপ্রস্তাব চাওয়া হলে প্রতিষ্ঠানটি সাড়া দেয়। দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি) প্রস্তাবটি যাচাই করে যোগ্য হিসেবে গ্রহণ করে।

সব প্রক্রিয়া শেষে টিইসির দরাদরির সুপারিশ অনুযায়ী প্রাইম কর্প ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে মোট ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকায় উল্লিখিত পরিমাণ সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়।

দুই লিটারের পেট বোতলে চট্টগ্রাম বন্দর পর্যন্ত পৌঁছাতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ধরা হয়েছে ১৩১ টাকা ৪৭ পয়সা। পরিবহন ও অন্যান্য ব্যয় যোগ করে টিসিবির গুদাম পর্যন্ত পৌঁছাতে এ দাম দাঁড়াবে ১৬২ টাকা ৬৩ পয়সা। এই তেল খোলাবাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে কম এবং ক্রয়মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হবে। ফলে, এ ক্ষেত্রে সরকারের কোনো ভর্তুকি প্রয়োজন হবে না।

এদিকে, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকিমূল্যে বিক্রির লক্ষ্যে স্থানীয়ভাবে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনারও অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৭১ কোটি ৮৭ লাখ টাকা।

উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আহ্বান করা দরপ্রস্তাবে পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে চারটি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে যোগ্য বিবেচিত হয়। টিইসির সুপারিশে সর্বনিম্ন দরদাতা চট্টগ্রামের এমএস পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলসের কাছ থেকে প্রতি কেজি ৭১ টাকা ৮৭ পয়সা দরে মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়।

এছাড়া, বৈঠকে ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে প্রতি লিটার ১৮০ টাকা ৮৫ পয়সা দরে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার একটি প্রস্তাব উপস্থাপন করা হলেও পরে তা বাণিজ্য মন্ত্রণালয় প্রত্যাহার করে নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT