1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
পোস্টাল ব্যালটের নিবন্ধন শেষ, আবেদন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

পোস্টাল ব্যালটের নিবন্ধন শেষ, আবেদন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময় শেষ হয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের এই সময়সীমা সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় শেষ হয়।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

তাদের মধ্যে দেশের ভেতরে অবস্থান করে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন এবং বিভিন্ন দেশে থাকা ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। বিশ্বের ১২৩টি দেশে অবস্থানরত প্রবাসীরা এ পদ্ধতিতে ভোট দিতে নিবন্ধন করেছেন।

প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে নিবন্ধনের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১৮৬, যা যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত ১৯ নভেম্বর। একই অ্যাপের মাধ্যমে দেশের ভেতরে তিন শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পান। তারা হলেন: নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা (কারাগারে অবস্থানরত) ভোটাররা।

আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নিবন্ধিত ভোটাররা নিজ নিজ সংসদীয় আসনের পছন্দের প্রার্থীকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। প্রতীক বরাদ্দের পরদিন থেকেই ডাকযোগে ফিরতি ভোট পাঠানো যাবে।

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভোটাররা আসনভিত্তিক প্রার্থী তালিকা, প্রার্থীর নাম ও প্রতীক দেখে ব্যালটে নির্ধারিত স্থানে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট দেবেন।

নির্বাচন কমিশন আশা করছে, নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটারদের অংশগ্রহণ বাড়বে। বিশেষ করে, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ সহজ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT