1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দলের সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দলের সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দলের সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মপরিকল্পনা উদ্বোধন করেন।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে মোটরযান চালকদের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এ খাতের প্রতি বিএনপির ইতিবাচক মনোভাবের প্রতিফলন।’’

তিনি বলেন, ‘‘মোটরযান চালকেরা শ্রমজীবী মানুষ এবং তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এই সংগঠন মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’

রিজভী অভিযোগ করে বলেন, ‘‘বিনা কারণে উবার, পাঠাও এবং সিএনজি চালকদের নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়। সারাদেশে যদি একটি জনকল্যাণমূলক ও কার্যকর আইনি ব্যবস্থা চালু থাকত, তাহলে এসব চালকদের এ ধরনের হয়রানি সহ্য করতে হতো না। এই পেশাকে কীভাবে হয়রানি ও নির্যাতনমুক্ত করে জনগণের জন্য লাভজনক ও সম্মানজনক একটি পেশা হিসেবে প্রতিষ্ঠা করা যায়, সে বিষয়ে সবাইকে ভাবতে হবে।’’

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কোনো কাজকে ছোট বা বড় হিসেবে দেখা হয় না উল্লেখ করে তিনি বলেন, ‘‘বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতেও সমাজে কাজভিত্তিক বৈষম্য দূর করার অঙ্গীকার রয়েছে।’’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দলের সমন্বয়ক মো. আরিফুর রহমান তুষার, সংগঠক সঞ্জয় দে রিপন, এ কে এম মুসা, মো. মাহমুদ হোসেন, মাহবুব আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT