1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মসজিদে ভাঙচুরের পর নেপালে সাম্প্রদায়িক সহিংসতা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

মসজিদে ভাঙচুরের পর নেপালে সাম্প্রদায়িক সহিংসতা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ভারতীয় সীমান্তবর্তী নেপালের কিছু অংশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ধর্মীয় বিষয়বস্তু সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেপালের পারসা জেলার বীরগঞ্জ শহরে বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ধনুষা জেলার কমলা পৌরসভার হায়দার আনসারি এবং আমানত আনসারি নামে দুই মুসলিম ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করার পর নেপালে উত্তেজনা শুরু হয়। ওই ভিডিওতে কিছু ধর্মীয় সম্প্রদায়ের প্রতি অবমাননাকর মন্তব্য ছিল বলে অভিযোগ রয়েছে। ভিডিওটি ধনুষা এবং পারসা জেলায় সাম্প্রদায়িক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

স্থানীয়রা দ্রুত ওই দুই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এর কিছুক্ষণ পরেই, কমলার সাখুয়া মারান এলাকায় একটি মসজিদ ভাঙচুর করা হয়, যার ফলে সাম্প্রদায়িক উত্তেজনা আরো তীব্র হয় এবং মানুষ রাস্তায় নেমে আসে।

বিক্ষোভের সময় হিন্দু সংগঠনগুলো অভিযোগ করে যে তাদের দেব-দেবীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, যা পরিস্থিতি আরো খারাপ করে তোলে।

বিক্ষোভ শিগগিরই সহিংস হয়ে ওঠে, বিক্ষোভকারীরা পুলিশ কর্মীদের উপর পাথর ছুঁড়ে এবং স্থানীয় থানায় ভাঙচুর চালায়।

পুলিশ জানিয়েছে, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের উপর প্রায় অর্ধ ডজন কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।”

কর্তৃপক্ষ বীরগঞ্জে কারফিউ জারি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT