1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সকল সমস্যা সমাধানে সফল নির্বাচন কমিশন: জবি শিক্ষক সমিতি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সকল সমস্যা সমাধানে সফল নির্বাচন কমিশন: জবি শিক্ষক সমিতি

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

জবি প্রতিনিধি || জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর পরই বিভিন্ন সমস্যা ও অভিযোগ আসলে তা সমাধান করেন নির্বাচন কমিশন বলে দাবি করেছে জবির শিক্ষক সমিতি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষক সমিতির সভাপতি রইছ উদ্দিন।

তিনি আরো বলেন, ‘ভোট গ্রহণের শুরুতেই একটি অভিযোগ এসেছিল শহীদ সাজিদ ভবনের ২১২, ২১৩ ও ২১৭ যে ভোট কেন্দ্রগুলো আছে সেখানে ভোট গ্রহণে বিলম্ব হয়েছিল, আমরা দ্রুত সেখানে গিয়ে পর্যবেক্ষণ করে দেখি সামান্য কিছু বিলম্ব হয়েছিল এজেন্টদের উপস্থিতির কারণে। পরবর্তীতে তা সমাধান হয়।’

আমাদের কাছে আরো একটি অভিযোগ এসেছিল প্রার্থীরা ভোটার লিস্ট নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে কি না? তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। তারা জানান যে ভোটার লিস্ট নিয়ে প্রবেশে প্রথমে কিছু ব্যত্যয় ঘটেছে। ভোটার লিস্ট নিয়ে প্রবেশ করলে সব প্যানেলের লোকজন তার অধিকার পাবে, বলে তিনি আরো জানান।

তিনি বলেন, ‘আমরা ক্যাম্পাসে ঘুরে দেখেছি যে, অনেক জায়গায় অহেতুক ভিড় করা হচ্ছে যা নির্বাচনের জন্য মারাত্মক হুমকি স্বরুপ।’ যারা ভোট দিয়েছে তাদেরকে দ্রুত ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT