1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নতুন বছরেও ‘ধুরন্ধর’ সিনেমার ঝড় কতটা বইছে? - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

নতুন বছরেও ‘ধুরন্ধর’ সিনেমার ঝড় কতটা বইছে?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে
‘ধুরন্ধর’ সিনেমায় এমন লুকে ধরা দিয়েছেন রণবীর সিং

বিনোদন ডেস্ক || প্রায় আড়াই বছর পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। গত বছরের ৫ ডিসেম্বর ৪ হাজার পর্দায় মুক্তি পায় তার অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমা। গত বছরে রণবীর সিংয়ের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এটি।

লাদাখে শুটিং করতে গিয়ে সিনেমাটির শতাধিক ক্রু সদস্য অসুস্থ হয়ে পড়েছিলেন, ট্রেইলার মুক্তির পর রণবীরের মারকাটারি উপস্থিতিও আলোচনার জন্ম দিয়েছিল। ফলে আদিত্য ধর নির্মিত এ সিনেমার জন্য অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরাও। অপেক্ষার ইতি টেনে সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়ে ভক্তদের হতাশ করেননি রণবীর সিং। পাশাপাশি বক্স অফিসেও ঝড় তোলে সিনেমাটি।

বক্স অফিসে ‘ধুরন্ধর’ সিনেমার শুরুটা মন্দ হয়নি। নতুন বছরে এসেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। যদিও তুলনামূলক আয় কমেছে। বলি মুভি রিভিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ২৪ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করেছে ৩০ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করে ৩৭ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে আয় করে ২১ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে আয় করে ২৫.৫ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে আয় করে ২৫ কোটি রুপি (নিট), সপ্তম দিনে আয় করে ২৫ কোটি রুপি (নিট), অষ্টম দিনে আয় করেছে ৩১ কোটি রুপি (নিট)।

নবম দিনে আয় করেছে ৫০ কোটি রুপি (নিট), দশম দিনে আয় করেছে ৫৭ কোটি রুপি (নিট), একাদশতম দিনে আয় করেছে ২৮ কোটি রুপি (নিট)। বারো দিনে আয় করেছে ২৯ কোটি রুপি (নিট), তেরো দিন দিনে আয় করেছে ২৫ কোটি রুপি (নিট), চৌদ্দ দিনে আয় করেছে ২২ কোটি রুপি (নিট), পনেরো দিনে আয় করেছে ২০ কোটি রুপি (নিট), ষোল দিনে আয় করেছে ৩২ কোটি রুপি (নিট), সতেরো দিনে আয় করেছে ৩৭ কোটি রুপি (নিট), আঠারো দিনে আয় করেছে ১৬ কোটি রুপি (নিট), উনিশ দিনে আয় করেছে ১৬ কোটি রুপি (নিট), বিশ দিনে আয় করেছে ১৭ কোটি রুপি (নিট), একুশ দিনে আয় করেছে ২৫ কোটি রুপি (নিট), বাইশ দিনে আয় করে ১৫ কোটি রুপি (নিট), তেইশ দিনে আয় করে ১৮ কোটি রুপি (নিট), চব্বিশ দিনে আয় করে ২১ কোটি রুপি, পঁচিশ দিনে আয় করে ১০.৫ কোটি রুপি (নিট), ছাব্বিশ দিনে আয় করে ১০.৫ কোটি রুপি (নিট), ২০২৫ সাল শেষ হয় ২৭তম দিন দিয়ে। এদিন সিনেমাটি আয় করে ৯ কোটি রুপি (নিট)।

২৮তম দিন দিয়ে ২০২৬ সাল শুরু করে ‘ধুরন্ধর’। এদিন আয় করে ১৪ কোটি রুপি (নিট), ২৯তম দিনে আয় করে ৮ কোটি রুপি (নিট), ৩০তম দিনে আয় করে ১১ কোটি রুপি (নিট), ৩১তম দিনে আয় করে ১২ কোটি রুপি (নিট), ৩২তম দিনে আয় করে ৪.৫ কোটি রুপি (নিট)। ৩২ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১১৪০.৭ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ১৫৪১ কোটি ৬২ লাখ টাকা।

তবে স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘ধুরন্ধর’ সিনেমার আয় খানিকটা বেশি। মুক্তির ৩২ দিনে শুধু ভারতে আয় করেছে ৯৩২ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১২১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬৩৭ কোটি ৯৮ লাখ টাকা)।

ভারতীয় একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। পাকিস্তানের লিয়ারি শহরের ভেতরে ঢুকে অপারেশন চালান তিনি। সত্য-মিথের সীমানা মিলিয়ে সিনেমাটিতে উঠে এসেছে বাস্তব চরিত্রও। অক্ষয় খান্না অভিনয় করেছেন আলোচিত গ্যাংস্টার রেহমান ডাকাতের চরিত্রে আর সঞ্জয় দত্তকে দেখা গেছে এসপি চৌধুরী আসলামের ভূমিকায়।

এ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করেছেন সারা অর্জুন। এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। তাছাড়াও অভিনয় করেছেন—অর্জুন রামপাল, রাজেশ বেদি, আর. মাধবন, মানব গোহিল প্রমুখ। ২৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য ধর, লোকেশ ধর, জ্যোতি দেশপান্ডে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT