1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
হঠাৎ কেন ‘গায়েব’ শিল্পীদের ফেসবুক প্রোফাইল ছবি? - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

হঠাৎ কেন ‘গায়েব’ শিল্পীদের ফেসবুক প্রোফাইল ছবি?

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || হুট করে অদ্ভুত এক পরিবর্তন চোখে পড়ছে। বাংলাদেশের একাধিক জনপ্রিয় শিল্পীর ভেরিফায়েড ফেসবুক পেজে তাদের কোনো প্রোফাইল ছবি নেই। এক–দুজন নয়, তালিকাটা বেশ দীর্ঘ। জয়া আহসান, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, আরশ খানসহ আরো কয়েকজন পরিচিত তারকার পেজে ঢুকলেই দেখা যাচ্ছে ছবিবিহীন প্রোফাইল—যা স্বাভাবিকভাবেই কৌতূহল আর নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রথম দেখায় অনেকের মনেই নানা আশঙ্কা ভর করে। পেজ কি হ্যাক হয়েছে? নাকি এর পেছনে আছে কোনো রাজনৈতিক বা সামাজিক বার্তা? আবার কেউ কেউ ভাবছেন, এটা কি নতুন কোনো ডিজিটাল ট্রেন্ডের সূচনা?

তবে খোঁজ নিয়ে জানা গেছে, আপাতত বড় কোনো বিপদের কারণ নেই। সংশ্লিষ্ট কয়েকজন শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করেছেন, প্রোফাইল ছবি না থাকলেও তাদের ফেসবুক পেজ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। নিয়মিত পোস্ট, স্টোরি ও অন্যান্য কনটেন্ট প্রকাশ করা যাচ্ছে। অর্থাৎ পেজ হ্যাক, সাসপেন্ড বা নিয়ন্ত্রণ হারানোর মতো কোনো ঘটনা ঘটেনি।

তাহলে প্রশ্ন থেকেই যায়—হঠাৎ এই ছবিবিহীনতার কারণ কী? ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞদের মতে, এটি একাধিক কারণে তৈরি হওয়া একটি নতুন ধরনের ডিজিটাল প্রবণতা। আন্তর্জাতিক অঙ্গনেও এমন নজির নতুন নয়। অনেক তারকা বড় কোনো ঘোষণা, নতুন কাজের প্রচারণা কিংবা ব্যক্তিগত সিদ্ধান্তের আগে ইচ্ছাকৃতভাবে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘ব্ল্যাঙ্ক’ বা মিনিমালিস্ট করে তোলেন। এতে দর্শকের কৌতূহল বাড়ে, আলোচনা তৈরি হয়, যা এক ধরনের নীরব প্রচারণার কাজ করে।

আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে আসছে ডিজিটাল নিরাপত্তা ও মানসিক চাপের বিষয়টি। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় তারকাদের লক্ষ্য করে বিদ্বেষমূলক মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ ও ট্রলিংয়ের মাত্রা বেড়েছে। এমন পরিস্থিতিতে কেউ কেউ সাময়িকভাবে নিজের মুখচ্ছবি সরিয়ে রেখে এক ধরনের দূরত্ব তৈরি করেন। এতে একদিকে যেমন ব্যক্তিগত নিরাপত্তার অনুভূতি কাজ করে, অন্যদিকে মানসিক চাপও কিছুটা কমে।

তবে সব ক্ষেত্রে বিষয়টি ট্রেন্ড বা মানসিক চাপের মধ্যেই সীমাবদ্ধ নয়। নাম প্রকাশ না করার শর্তে জনপ্রিয় এক তারকা বলেন, “এটা গুরুতর কিছু নয়। কিছু হ্যাকার গ্রুপ আছে, যারা ভেরিফায়েড পেজ ক্লোন করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। কখনো টাকা দাবি করে, কখনো আলোচনায় আসার চেষ্টা করে। আমার ক্ষেত্রেও এমন চেষ্টা হয়েছিল। তাই অ্যাডমিনের পরামর্শে আপাতত প্রোফাইল ছবি সরিয়ে রাখা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT