1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জোভানের নাটকীয় ক্ষমা প্রার্থনা নিয়ে আলোচনা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

জোভানের নাটকীয় ক্ষমা প্রার্থনা নিয়ে আলোচনা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে প্রেমজীবন নিয়ে খোলামেলা কথা বলেন। এ আলাপচারিতায় জোভান বলেন, “অভিনয় জীবনের শুরুর দিকে একটি সম্পর্কে জড়িয়েছিলাম। সেই সম্পর্ক ভাঙার পর মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছিলাম।”

জোভান আহমেদের এই সরল স্বীকারোক্তি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কেবল তাই নয়, এ নিয়ে জোর চর্চা শুরু হয় অন্তর্জালে। এ ঘটনার কয়েক দিন পর জাতি ও তার স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এই অভিনেতা। তবে তার এই ক্ষমা প্রার্থনাকে ‘নাটকীয়’ বলছেন নেটিজেনরা।

বুধবার (৭ জানুয়ারি) জোভান তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। এতে জোভান আহমেদ বলেন, “সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি। আমি আজ জাতির সামনে বলতে চাই, কথাগুলো মন থেকে আসেনি। এগুলো স্ক্রিপটেড ছিল, সাজানো ছিল, এগুলো আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল।” কথাগুলো বলতে বলতেই থেমে যান জোভান। এসময় তার পাশে তার স্ত্রীকে দেখা যায়।

এরপর লিখিত বক্তব্য পড়তে থাকেন জোভান। এই অভিনেতা বলেন, “আসলে একটু বেশিই বলে ফেলেছি। এতটা বলা আমার ঠিক হয় নাই।” এ পর্যায়ে লিখিত বক্তব্য থামিয়ে পাশে বসে থাকা স্ত্রীর দিকে তাকিয়ে মাথা নাড়েন তিনি। তারপর স্বামী-স্ত্রী একসঙ্গে হেসে ফেলেন। ‘সরি’ বলে পুনরায় বক্তব্যে ফিরেন জোভান।

এ অভিনেতা বলেন, “এতটা বলা ঠিক হয় নাই। আমি খুবই অনুতপ্ত, লজ্জিত, সমাজের কাছে ও আমার বউয়ের কাছে। আমি আশা করছি, আপনারা সবাই এবং আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।” এরপর বক্তব্যের ইতি টানেন জোভান; নিজেই নিজেকে প্রশ্ন করেন, আরো কিছু আছে কি না! তারপর কাগজের দিকে তাকিয়ে দেখে বলেন, “আর কিছু নেই, সব বলেছি।” এ পর্যায়েও হেসে ফেলেন জোভান ও তার স্ত্রী।

এ ভিডিও বার্তা দেখে নেটিজেনদের কেউ কেউ বলছেন, “প্রাক্তন প্রেমিকাকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে জোভান, স্ত্রীর চাপে প্রকাশ্যে ক্ষমা চাইলেন।” তবে নেটিজেনদের বড় অংশ বলছেন, “ভিডিওটি মজা করে বানানো হয়েছে; সবই ফেক।”

জোভানের স্ত্রী সাজিন আহমেদ নির্ঝনাও এ পোস্টে মন্তব্য করেছেন। তার বক্তব্য ভিডিওটির উদ্দেশ্য পরিষ্কার করেছে। তিনি লেখেন, “হাসতে মানা করেছিলাম! সবাই বোঝে যাচ্ছে এইটা মজা করে বানানো হইছে।” তার এ মন্তব্যে রিঅ্যাকশন পড়েছে চার শতাধিক। এ মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে জোভান আহমেদ লেখেন, “আমার বউ আমার প্রথম ও শেষ ভালোবাসা, কারো এটা শিখিয়ে দেওয়ার কিছু নাই।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT