1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বড় জয়ে উসমানকে বিদায় দিল অস্ট্রেলিয়া - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বড় জয়ে উসমানকে বিদায় দিল অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || ক‌্যারিয়ারের শেষ টেস্ট জয়ে শেষ করলেন উসমান খাজা। ইংল‌্যান্ডকে সিডনি টেস্টে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার ম‌্যাচের পঞ্চম দিনে দারুণ জয় পায় অসিরা। এই ম‌্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন উসমান খাজা। ৮৮ টেস্ট খেলা উসমান প্রথম ইনিংসে ১৭ ও দ্বিতীয় ইনিংসে ৬ রান করেন। ১৬ সেঞ্চুরি, ২৮ ফিফটিতে প্রায় ৪৩ গড়ে ৬২২৯ রান করেছেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান।

এই জয়ে অ‌্যাশেজ সিরিজ ৪-১ ব‌্যবধানে শেষ করলো অস্ট্রেলিয়া। অ‌্যাডিলেডে অ‌্যাশেজ নিশ্চিতের পর চতুর্থ টেস্ট মেলবোর্নে হেরেছিল অস্ট্রেলিয়া। সফরে ইংল‌্যান্ডের একমাত্র জয় ছিল সেটিই। শেষ ম‌্যাচে অসিরা আবার দাপট দেখিয়ে ম‌্যাচ জিতে নিল।

৮ উইকেটে ৩০২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল ইংল‌্যান্ড। প্রথম ঘণ্টা ব‌্যাটিং করে ৪০ রানের বেশি যোগ করতে পারেননি অতিথিরা। সেঞ্চুরি পাওয়া বেথেল ১৫৪ রানে থামেন। স্টার্কের বলে উইকেটের পেছনে ক‌্যাচ দিয়ে শেষ হয় ২২ বছর বয়সী ক্রিকেটারের প্রথম সেঞ্চুরির ইনিংস। ৩৮৪ মিনিট ক্রিজে কাটিয়ে ১৫ চার মারেন তিনি। এছাড়া ম‌্যাথু পটস ১৮ রানে অপরাজিত থাকেন। টং করেন ৬ রান।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে স্টার্ক ও ওয়েবস্টার ৩টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে বড় লিড পাওয়ায় অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১৬০ রানের লক্ষ‌্য পায়। ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ট্রেভিস হেড ২৯, জেক ওয়েদারল্ড ৩৪, লাবুশানে ৩৭ রান করেন। স্মিথের ব‌্যাট হাসেনি। অসি অধিনায়ক করেন ১২ রান।

পাঁচে নামা উসমান ৬ রানে বোল্ড হন টংয়ের বলে। সাজঘরে ফেরার পথে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে বিদায় জানান। করতালিতে ‍মুখরিত ছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ড। অ‌্যালেক্স ক‌্যারি ১৬ ও ক‌্যামেরন ২২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ৪২ রানে ৩ উইকেট নেন টং। ১টি উইকেট পেয়েছেন জ‌্যাকস।

ম‌্যাচ সেরা নির্বাচিত হন ১৬৩ ও ২৯ রান করা হেড। ১৫৬ রান ও ৩১ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন মিচেল স্টার্ক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT