1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার দেখা হয়েছে
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

নিজস্ব প্রতিবেদক || মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, “বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। কারো বিরুদ্ধে যথাযথ অভিযোগ থাকলে তার বিষয়ে ব্যবস্থা নেব।”

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এই কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “মাঠ প্রশাসনে জেলা প্রশাসকেরা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করছেন। কোথাও কোথাও রাজনৈতিক প্রতিপক্ষ ডিসিদের বিরুদ্ধে সংক্ষুব্ধ থাকতে পারে। সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি বলেন, “বিষয়টা নির্বাচন কমিশন বিবেচনা করবে। যদি নির্বাচন কমিশন আমাদের কাছে ডিসির বিষয়ে কোনো অভিযোগ জানায়, সে ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করব।”

এখন তথ্য প্রবাহের যুগ উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “কেউ কোনো কথার কারণে অনেক সময় সংক্ষুব্ধ হতে পারে। এ বিষয়ে যদি কোনো ত্রুটি থাকে মাঠ প্রশাসন বা অন্য কোনো লেভেলে, তা আমরা সমাধানের চেষ্টা করব।”

শেখ আব্দুর রশীদ বলেন, “অভিজ্ঞতা তো সবাই নিয়ে আসে না। অভিজ্ঞতা তো তৈরি হয়। অবস্থায় পড়লে অভিজ্ঞতা তৈরি হয়। তারা সঠিক পথে চলবেন, চলতে পারবেন এটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাদের মনোভাব যদি সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন, ১০০ ভাগ সফল হবেন, ইনশাআল্লাহ।”

সচিব বলেন, “আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই, তাহলে সেভাবে ব্যবস্থা নেব। ঢালাওভাবে তো কিছু না। আমরা সাধারণভাবে মনে করছি তারা (মাঠ প্রশাসন) প্রস্তুত আছেন, যোগ্য আছেন। যদি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ পাওয়া যায়, আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে বিবেচনা করব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT