1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সড়ক সংস্কারে দুর্নীতি: প্রতিবাদে সড়ক অবরোধ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সড়ক সংস্কারে দুর্নীতি: প্রতিবাদে সড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে
ঝাড়ু হাতে নিয়ে স্থানীয়রা সড়ক অবরোধ করে মিছিল করে।

লক্ষ্মীপুর প্রতিনিধি || লক্ষ্মীপুরের সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারে দুর্নীতির অভিযোগ এনে প্রতিবাদে ঝাড়ুমিছিল করেছে স্থানীয়রা। তারা দীর্ঘক্ষণ ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী অংশে কর্মসূচি করে ভুক্তভোগী এলাকাবাসী। অবরোধের ফলে লক্ষ্মীপুর ও চৌমুহনীগামী সড়কে যানজটের সৃষ্টি হয়। সড়কে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরীসেবার আওতাভুক্ত যানবাহন চলাচলের সুযোগ করে দেয় আন্দোলনকারীরা।

সড়ক অবরোধের ফলে যাত্রী ও চালকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলেন, এভাবে সড়ক অবরোধের ফলে জনদুর্ভোগ হয়। সাধারণ মানুষ কষ্ট পায়। এভাবে সড়ক অবরোধ না করে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে বিষয়গুলো সমাধান করা উচিত।

‎আবার কেউ কেউ বলেন, সংশ্লিষ্টদের দুর্নীতির লাগাম ধরতে এমন আন্দোলন করা উচিত। এতে সাময়িক দুর্ভোগ হলেও দুর্নীতিগ্রস্ত দপ্তর ও লোকবলের টনক নড়বে।

স্থানীয়রা বলেন, সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ফলে রাস্তাটি সংস্কারের কয়েকদিনের মধ্যে বেশকিছু অংশ ভেঙে গেছে। যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কটি পুনরায় সংস্কারের উদ্যোগ নিতে হবে। না হলে স্থানীয়দের দুর্ভোগ আরো বাড়বে। এ সড়ক আগামী বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে জানান তারা।

আন্দোলনকারী আবুল হাসান সহেল বলেন, ‘‘অনিয়মের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচি। সড়কটি পুনরায় সংস্কারের দাবি আমাদের। না হলে এলজিইডি অফিস ঘেরাওসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

‎লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, ‘‘রাস্তার কাজের বিষয়ে আমরা অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিবেন। আশা করি, দ্রুতই একটা সমাধানে আসতে পারবো।’’

আজকের প্রতিবাদ মিছিলের বিষয়ে জানা নেই বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT