1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই ঠেলাগাড়ি খালে, দুর্ভোগ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই ঠেলাগাড়ি খালে, দুর্ভোগ

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি || বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে চুন্নু সরদারের বাড়ির সামনে অবস্থিত আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই একটি ঠেলাগাড়ি খালে পড়ে গেছে। এতে একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ব্রিজটি ভেঙে পড়ায় স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লিসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গাছবোঝাই একটি ঠেলাগাড়ি পুরাতন আয়রন ব্রিজ পারাপারের সময় আকস্মিকভাবে ব্রিজের একাংশ ভেঙে পরে। এতে গাছসহ ঠেলাগাড়িটি খালে পড়ে যায়। এ ঘটনায় ব্রিজ পারাপারের সময় আরিফ নামে এক যুবক আহত হয়েছেন।

বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু সরদার বলেন, ‘‘গাছটি কিনেছিলেন মাসুদ সরদার। তাকে বলেছিলাম, ব্রিজটির অবস্থা ভালো নয়। অন্যকোনো পথ দিয়ে গাছ নেওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু সে আমার কথা না শুনে পুরাতন ব্রিজের ওপর দিয়েই গাছ নেওয়ার সময় ব্রিজের একাংশ ভেঙে পড়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘দুর্ঘটনার পরই ঠেলাগাড়ির চালক, শ্রমিকসহ গাছ ক্রেতা মাসুদ সরদার পালিয়েছেন।’’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, ‘‘বিষয়টি জেনেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT