1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
কেন আটকে গেল বিজয়ের শেষ সিনেমার মুক্তি? - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

কেন আটকে গেল বিজয়ের শেষ সিনেমার মুক্তি?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে
‘জন নায়াগান’ সিনেমার দৃশ্য

বিনোদন ডেস্ক || থালাপাতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’। আগামী ৯ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। কিন্তু বিজয় ভক্তদের উচ্ছ্বাসে জল ঢেলে দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, পূর্ব নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না সিনেমাটি।

‘জন নায়াগান’ সিনেমা প্রযোজনা করছে কেভিএন প্রোডাকশন্স। বুধবার (৭ জানুয়ারি) রাতে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে—“আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অনিবার্য পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে দিতে হচ্ছে।”

সিনেমাটি মুক্তির নতুন তারিখের বিষয়ে এ বিবৃতিতে বলা হয়েছে, “এই সিনেমাকে ঘিরে আপনাদের প্রত্যাশা, উচ্ছ্বাস ও আবেগ আমরা গভীরভাবে উপলদ্ধি করতে পারছি। এই সিদ্ধান্তটি আমাদের কারো জন্যই সহজ ছিল না। মুক্তির নতুন তারিখ যত দ্রুত সম্ভব ঘোষণা করা হবে।”

দর্শকদের অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “আমরা বিনীতভাবে অনুরোধ করছি, ততদিন পর্যন্ত আপনাদের ধৈর্য ও ভালোবাসা কামনা করছি। আপনাদের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি, ‘জনা নায়াগান’ টিমের কাছে এর মূল্য অপরিসীম।”

সিনেমাটির মুক্তি আটকে যাওয়ার কোনো কারণ ব্যাখ্যা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) না পাওয়ার কারণে জটিলতা তৈরি হয়েছে। অতিরিক্ত সহিংসতা নিয়ে আপত্তি জানায় বোর্ডের সদস্যরা। কয়েকটি দৃশ্য কাটছাঁট করার নির্দেশ দেন। পরে তা সংশোধন করে জমা দেওয়া হয়।

তবে শেষ মুহূর্তে বোর্ডের এক সদস্য নতুন করে আরো কিছু আপত্তি তোলেন। এরমধ্যে প্রধান আপত্তি সিনেমাটির কয়েকটি দৃশ্যে প্রতিরক্ষা বাহিনীর প্রতীক ব্যবহার নিয়ে। এ বিষয়ে বোর্ডের মত, ব্যাখ্যা ও সরকারি অনুমোদন প্রয়োজন। বিষয়টি বিদ্যমান নির্দেশিকা লঙ্ঘন করছে কি না, তা নির্ধারণের জন্য বিশেষজ্ঞদের পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে।

পরে বিষয়টি আদালতে গড়িয়েছে। প্রযোজকরা আদালতে দাখিল করা আবেদনে জানিয়েছেন, সহিংসতা সংক্রান্ত প্রাথমিক কাটছাঁটের পর ২০২৫ সালের ২২ ডিসেম্বর তাদের জানানো হয়েছিল যে, সিনেমাটি ইউ/এ সার্টিফিকেট পাবে। তবে নতুন আপত্তি আসায় বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা এবং প্রয়োজনীয় পরিবর্তন (যদি থাকে) না হওয়া পর্যন্ত চূড়ান্ত সার্টিফিকেশন স্থগিত রাখা হয়েছে। নির্মাতারা এখন মাদ্রাজ হাই কোর্টের নির্দেশের অপেক্ষায় রয়েছেন। আদালত ৯ জানুয়ারি পর্যন্ত এ বিষয়ে রায় স্থগিত রেখেছেন।

‘তামিলাগা ভেটরি কাজাগম’ নামে রাজনৈতিক দল গঠন করেছেন বিজয়। ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক কাজ পরিচালনার পাশাপাশি ‘জন নায়াগান’ সিনেমার শুটিং যেমন চালিয়েছেন, তেমনই প্রচারও করছেন তিনি। এইচ. বিনোত পরিচালিত এই সিনেমায় বিজয়ের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে।

বিজয়-পূজা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজু প্রমুখ। জানা যায়, সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT