1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
চট্টগ্রামে সাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে সাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি || হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির স্মরণে চট্টগ্রামে ‘সাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শুরু করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাতে চট্টগ্রামের চান্দগাঁও ফরচুন স্পোর্টস অ্যারেনায় এ টুনার্মেন্ট উদ্বোধন করেন এভারেস্টসহ চারটি ৮ হাজার ফুটের পর্বতজয়ী একমাত্র বাংলাদেশি পর্বতারোহী ডা. বাবর আলী।

তিনি বলেছেন, সাংবাদিকদের কর্মব্যস্ততার মাঝেও এমন একটি টুর্নামেন্ট আয়োজন এবং অংশগ্রহণ খুবই প্রশংসার দাবিদার।

সাগর-রুনির স্মৃতি অম্লান রাখতে এই আয়োজনের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান ডা. বাবর আলী।

এ সময় উপস্থিত ছিলেন সিভয়েস সম্পাদক জুনায়েদ ইজদানী রবিন, ফরচুন স্পোর্টস অ্যারেনার ডিরেক্টর সাইমুম শাহাদাত, সাংবাদিক রেজাউল করিম, শুভ্রজিৎ বড়ুয়া, বাইজিদ ইমন, শাহরুখ, রাকিব প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে টিম সাঙ্গু ২-১ গোলে টিম হালদাকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে টিম কর্ণফুলী ২-০ গোলে টিম মাতামুহুরীর কাছে পরাজিত হয়। ম্যাচ পরিচালনা করেন ফিফার তালিকাভুক্ত রেফারি নয়ন এবং বাফুফের তালিকাভুক্ত রেফারি রানা।

আগামী ১০ জানুয়ারি পর্দা নামবে এই টুর্নামেন্টের। ওই দিন ফাইনাল খেলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT