চাঁদপুর প্রতিনিধি || হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের আমতলা এলাকার বরেণ্য শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার মতিউর রহমান বেপারী আর নেই। তিনি মৃত আব্দুল করিম বেপারীর ছেলে।
দীর্ঘদিন অসুস্থ থাকায় গত মঙ্গলবার, ৬ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতার জন্য অসামান্য অবদান রাখা এই গুণী মানুষটিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়।
গত বুধবার, ৭ জানুয়ারী সকাল ১১টায় চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থেকে কফিনে পুষ্পস্তবক অর্পণ ও সালাম প্রদান করেন। জানাজার শুরুতে দোয়া-মোনাজাতের আগে স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।
হাইমচর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রেজাউল করিম বেপারীর সঞ্চালনায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান বাবুল মাস্টার, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ আলী মাস্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম জিতু হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা মাস্টার মতিউর রহমান বেপারীর সুযোগ্য সন্তান আলমগীর হোসেন বেপারী আবেগঘন কণ্ঠে তার বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং জীবদ্দশায় কোন ভূল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
এ সময় চরভৈরবী ইউনিয়নসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। একজন শিক্ষক, একজন মুক্তিযোদ্ধা ও সমাজের আলোকবর্তিকা হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে—এমন অনুভূতি ব্যক্ত করেন উপস্থিত সকলে। মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে দোয়ার মধ্য দিয়ে শেষ বিদায় সম্পন্ন হয়।