1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
গুদামে ভয়াবহ আগুন, পুড়ল প্রায় ১৮০০ মণ পাট - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

গুদামে ভয়াবহ আগুন, পুড়ল প্রায় ১৮০০ মণ পাট

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে
ভয়াবহ আগুনে গুদামে রাখা পাট পুড়ে যায়।

গোপালগঞ্জ প্রতিনিধি || গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে গেছে তিনটি পাটের গুদাম। এতে পুড়ে গেছে ১ হাজার ৭৭৫ মন পাট। এ ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মুকসুদপুর উপজেলা সদরের টিএনটি অফিসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদি হাসান জানান, টিএনটি অফিসের পাশের পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মুকসুদপুর এবং কাশিয়ানী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে পাট ব্যবসায়ী সুনীল সাহার গোডাউনে রাখা ১৩০০ মণ, নির্মল সাহার গোডাউনের ১৭৫ মণ ও ইকরাম মিয়ার গোডাউনের ৩০০ মণ পাট পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার তদন্ত করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা বলেন, “আমার গোডাউনে ১ হাজার ৩০০ মণ পাট মজুদ রাখা হয়েছিল। গভীর রাতে হঠাৎ করে খবর আসে আমার গোডাউনে আগুন লেগেছে। বাড়ি থেকে গোডাউনে পৌঁছানোর আগেই সব পাট পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।”

ক্ষতিগ্রস্ত অপর পাট ব্যবসায়ী ইকরাম মিয়া বলেন, “আমার গোডাউনে ৩০০ মণ পাট ছিল। সবকিছু পুড়ে যাওয়ায় আমি নিঃশেষ হয়ে গেলাম। এখন সরকারি সহযোগীতা না পেলে আমাকে পথে বসতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT