1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নীতি গ্রহণের ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়: অর্থ উপদেষ্টা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

নীতি গ্রহণের ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ফাইল ফটো।

নিজস্ব প্রতিবেদক || চাপে পড়ে নয় বরং দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনায় রেখেই নীতি নির্ধারণ করতে হয়। নীতি গ্রহণের ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় বলে জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যাংকের সুদ হার সহজে কমানো সম্ভব না জানিয়ে তিনি বলেন,“ খুব সহজ কাজ না রেট অব ইন্টারেস্ট কমিয়ে দেওয়া। এখানে আপনার ব্যাংক রেটের সাথে ট্রেজারি বিলের রেট আছে। এগুলো চট করে একদিকে কমিয়ে দিলে অন্যদিকে বেলুনের মতো। আপনি চাপ দিলেন (এক দিকে) আরেক দিকে ফুলে যাবে, আলটিমেটলি ফেটেই যাবে। অতএব একটু কনসিস্টেন্সি লাগে।”

অর্থ উপদেষ্টা বলেন, “সবাই বলে ‘আমি, আমি’, কিন্তু ‘আমরা’ বলে না। অথচ নীতি তো একজনের জন্য নয়, পুরো দেশের জন্য।”

টেকসই বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, “ধারাবাহিকভাবে কাজ করলে বাংলাদেশ আরো দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াতে পারবে।”

পলিসি লেভেলে কাজ করতে গিয়ে নানা চাপ আসে জানিয়ে তিনি বলেন, “তবে সিদ্ধান্ত নিতে গেলে সামগ্রিক চিত্র দেখতে হয়। ‌ভুল থাকতেই পারে, সবাইকে খুশি করা যাবে না এটা বাস্তবতা।”

তিনি বলেন, “বর্তমান সংকট কোনো একক সরকার বা ব্যক্তির কারণে নয়। এটা দীর্ঘদিনের ডেভেলপমেন্ট প্রসেসের অংশ। সবাই ধীরে ধীরে কন্ট্রিবিউট করেছে এবং ভবিষ্যতেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

অর্থ উপদেষ্টা বলেন, “বাংলাদেশকে একেবারে নেগেটিভভাবে দেখার প্রবণতা ঠিক নয়। ৫৪ বছরে বাংলাদেশ ফেল করেনি। আমরা অনেক চড়াই-উতরাই পেরিয়েছি, কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT