1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নেতানিয়াহুকে অপহরণ করা উচিত ছিল যুক্তরাষ্ট্রের: পাকিস্তান - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

নেতানিয়াহুকে অপহরণ করা উচিত ছিল যুক্তরাষ্ট্রের: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, “যুক্তরাষ্ট্রের উচিত তাদের সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া যাতে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বন্দি করেন এবং যেকোনো মার্কিন আদালতে নেতানিয়াহুর বিচার করেন।”

তিনি ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা জানান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে অভিহিত করেন। তবে তিনি বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা ন্যায়সঙ্গত হতো।” খবর রুশ সংবাদমাধ্যম আরটির।

গত সপ্তাহে ভেনেজুয়েলায় অভিযানের পর, মার্কিন সরকার মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনে- যা তিনি ক্রমাগত অস্বীকার করে আসছেন। মাদুরো বলেন, ওয়াশিংটনের এই পদক্ষেপের উদ্দেশ্য আইন রক্ষা করা নয়, বরং তার দেশের প্রাকৃতিক সম্পদ দখল করা।

পাকিস্তানি সম্প্রচারমাধ্যম জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, মার্কিন পদক্ষেপগুলো একটি ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছে এবং এমন একটি পন্থার বৈধতা দিয়েছে যা অতীতে ‘খুবই বিতর্কিত’ ছিল। তিনি সতর্ক করে বলেন, ‘বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ছে’ এবং ওয়াশিংটন যা করেছে তা মোটেও ‘ভালো কাজ নয়’।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, “বিশ্বে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকেন যিনি এই ধরনের আচরণ প্রাপ্য, তাহলে তিনি হলেন নেতানিয়াহু।” গাজা অভিযানের কথা উল্লেখ করে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ‘মানবতার সবচেয়ে নিকৃষ্ট অপরাধী’ বলে অভিহিত করেন।

আসিফ বলেন, “যুক্তরাষ্ট্র যদি মানবতার বন্ধু হয়, তবে তাদের উচিত তাকে (নেতানিয়াহু) অপহরণ করে নিয়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের যেকোনো আদালতে বিচার করা।” বিকল্প হিসেবে তিনি পরামর্শ দেন, তুরস্ক এটি করতে পারে এবং পাকিস্তান এমন ফলাফলের জন্য ‘দোয়া’ করবে।

২০২৩ সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলার পর গাজা সংঘাতের ফলে ইসরায়েলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামাসের সেই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছিল। এর জবাবে ফিলিস্তিনি ছিটমহল গাজায় ব্যাপক বোমাবর্ষণ এবং স্থল অভিযান শুরু করে ইসরায়েল। গাজা কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় এই অভিযানের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

যুক্তরাষ্ট্র আইসিসির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে এবং নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে পরোয়ানা চাওয়া আইসিসির প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT