বগুড়া প্রতিনিধি || পর্দা নামলো ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে গত ৮ জানুয়ারি মধুবন সিনেপ্লেক্স শুরু হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ১০ জানুয়ারি উৎসবের সমাপনী অনুষ্ঠান হয়। এবারের উৎসবে ৩২ দেশের ৭৪টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
উৎসব পরিচালক সুপিন বর্মন জানান, এইবারের উৎসবে সাতটি ক্যাটাগরিতে প্রদান করা হয় অনারেবল মেনশন অ্যাওয়ার্ড এবং ৬টি ক্যাটাগরিতে প্রদান করা হয় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। এইবারের আয়োজনে আন্তর্জাতিক শর্ট বিভাগে পুরস্কার পায় রাশিয়ার চলচ্চিত্র আইডেনটিটি, অ্যানিমেটেড ফিল্ম বিভাগে পুরস্কার পায় স্পেনের ইন হাফ, ফিচার ফিল্ম বিভাগে পুরস্কার পায় বেলজিয়ামের অন মেল্টিং স্নো, ডকুমেন্টারি বিভাগে পুরস্কার পায় ভারতের ন্যাচার ব্যান্ডেজ এবং ওপেন ডোর শর্ট ক্যাটাগরিতে পুরস্কার পায় স্পেনের চলচ্চিত্র এ মাইলস উইথ আউট হোম। ন্যাশনাল বিভাগে পুরস্কার পায় জোয়ার।
প্রতিটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র নির্বাচনের জন্য গঠিত হয়েছিল ৭ দেশের ১১ জন অভিজ্ঞ জুরি নিয়ে জুরিবোর্ড। এইবার উৎসবে ৬ দেশের মোট ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী উপস্থিত ছিলেন।
উৎসব চেয়ারম্যান এম রহমান সাগরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের আলোচনায় অংশগ্রহণ করেন জুরি সন্তোষ সুবেদী, চেয়ারম্যান নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। নির্মাতা মোহাম্মদ রকিবুল হাসান, খন্দকার সুমন, অন্তু আজাদ, সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম, নির্মাতা রাজিবুল হোসাইন ও জীবন শাহাদাৎ।