1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যা মামলার প্রধান আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যা মামলার প্রধান আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যা মামলার প্রধান আসামি, পদ স্থগিত হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেনের সর্বোচ্চ শাস্তি এবং দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সকালে শহরের কান্দিপাড়া এলাকা থেকে ১০ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভার মধ্য দিয়ে শেষ হয়।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল উদ্দিন আহমেদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল-আমিন, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসনাত ভজন ও জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মেরাজ প্রমুখ।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অবিলম্বে দেলোয়ার হোসেনকে স্বেচ্ছাসেবক দল এবং এর অঙ্গ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় বিএনপির প্রতি আহ্বান জানান। একইসঙ্গে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে হত্যাকারীর ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। অন্যথায় থানা ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।

উল্লেখ্য, নিহত সাদ্দাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন। গত ২৭ নভেম্বর রাতে শহরের কান্দিপাড়া এলাকায় তার বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেনকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর র‍্যাব অভিযান চালিয়ে ঢাকা থেকে প্রধান আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি তার সাংগঠনিক পদ স্থগিত করে। তবে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পদ স্থগিতকে অপর্যাপ্ত উল্লেখ করে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT