1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
গ্রামীণফোনের সঙ্গে এটুপি চুক্তি করল কে অ্যান্ড কিউ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

গ্রামীণফোনের সঙ্গে এটুপি চুক্তি করল কে অ্যান্ড কিউ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ গ্রামীণফোন লিমিটেডের সঙ্গে একটি এটুপি (অ্যাপ্লিকেশন-টু-পারসন) অ্যাগ্রিগেটর চুক্তি স্বাক্ষর করেছে।

রবিবার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় কে অ্যান্ড কিউ লিমিটেড গ্রামীণফোন লিমিটেডের জন্য এটুপি অ্যাগ্রিগেটর হিসেবে কাজ করবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রদত্ত লাইসেন্সের অধীনে এই সেবা পরিচালিত হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তির মাধ্যমে করপোরেট এসএমএস ও ডিজিটাল কমিউনিকেশন সেবায় কে অ্যান্ড কিউয়ের কার্যক্রম আরও বিস্তৃত হবে। পাশাপাশি এটি কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম ও রাজস্ব আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এটুপি সেবার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের কাছে নোটিফিকেশন, ওটিপি, ট্রানজ্যাকশনাল ও প্রোমোশনাল বার্তা পাঠাতে পারে, যা বর্তমানে টেলিযোগাযোগ খাতে দ্রুত সম্প্রসারিত একটি সেবা।

এর আগে টেলিটক বাংলাদেশ লিমিটেড ও রবি আজিয়াটার সঙ্গে এটুপি অ্যাগ্রিগেটর চুক্তি সম্পাদন করেছে কে অ্যান্ড কিউ কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT