1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে
অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি

বিনোদন ডেস্ক || ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। মাত্র আট বছর বয়সে রুপালি জগতে পা রাখেন। তারপর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। খোলামেলা পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে বছর জুড়েই আলোচনায় থাকেন। তবে পর্দায় কখনো অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি এই অভিনেত্রীকে।

অভিনেতা রাহুল ব্যানার্জি একটি পডকাস্ট সঞ্চালনা করছেন। এ শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। অন্তরঙ্গ দৃশ্যে কেন অভিনয় করেননি, অস্বস্তিবোধ করেন কি না, ভবিষ্যতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন কি না—তা নিয়ে এই আলাপচারিতায় কথা বলেছেন শ্রাবন্তী।

সঞ্চালক রাহুল জানতে চান, সিনেমায় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে বলা হয় ‘বোল্ড সিন’। এমন দৃশ্যে তোকে খুব একটা দেখা যায়নি। তুই এসব দৃশ্যে অস্বস্তি বোধ করিস? জবাবে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, “ওরকম বোল্ড সিন! বোম্বাদার (প্রসেনজিৎ চ্যাটার্জি) সঙ্গে ‘কাবেরী অন্তর্ধান’-এ আমার বাবার চরিত্রে অভিনয় করেন। আমার হাত-পা কাঁপছিল। বোম্বাদা এত মিষ্টি একজন মানুষ, সত্যি বলতে উনি আমাদের সবার অভিভাবক। উনি এত সাপোর্ট করেছেন, এত সুন্দর করে কেজি শটটা নিয়েছেন। আমার ভয়টাই কেটে গিয়েছিল। হ্যাঁ, আমি এখন পর্যন্ত ওরকম দৃশ্যে (বোল্ড) অভিনয় করিনি।”

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি

অন্তরঙ্গ দৃশ্যে অস্বস্তিবোধ করেন কি না তা-ও পরিষ্কার করেছেন শ্রাবন্তী। এ অভিনেত্রীর ভাষায়—“অস্বস্তি বলতে, আমার কাছে ওরকম কাজ এখন পর্যন্ত আসেনি। আমি অনেক কমার্শিয়াল সিনেমায় অভিনয় করেছি। আর কমার্শিয়াল সিনেমায় তো ওরকম কিছু থাকে না। কিছু রিয়েলিস্টিক সিনেমা হয়, সেখানে যদি ওরকম কিছু ডিমান্ড করে, সেটাও চিত্রনাট্য অনুযায়ী। সবটাই তো টেকনিক। সেই টেকনিকে যদি শুট করা হয়, তবে আমার…। সেটা পুরোপুরি পরিচালক ও ডিওপির কাজ। আমার মনে হয়, দৃশ্যটি ছাড়া যদি গল্পটা ভালো লাগবে না, দৃশ্যটি ডিমান্ড করছেই, সেক্ষেত্রে যদি ঠিকঠাকমতো আমাকে রাজি করাতে পারে, তাহলে আমি করতে রাজি আছি।”

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি

স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁধন’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন শ্রাবন্তী চ্যাটার্জি। ১৯৯৬ সালে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়। তখন শ্রাবন্তীর বয়স মাত্র ৮ বছর। ১৯৯৭ সালে মুক্তি পায় সিনেমাটি। ২০০৩ সালে ‘চ্যাম্পিয়ন’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন শ্রাবন্তী। এতে তার নায়ক ছিলেন জিৎ। নায়িকা হিসেবে এটি তার অভিষেক চলচ্চিত্র।

পরবর্তীতে জিতের বিপরীতে অভিনয় করেন ‘ওয়ান্টেড’ (২০১০), ‘জোশ’ (২০১০) ‘ফাইটার’ (২০১১) এর মতো সিনেমায়। দেবের বিপরীতে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন শ্রাবন্তী। এ তালিকায় রয়েছে—‘দুজনে’ (২০০৯), ‘সেদিন দেখা হয়েছিল’ (২০১০), ‘বিন্দাস’ (২০১৪), ‘শুধু তোমারই জন্য’ (২০১৫) অন্যতম।

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি

এখনো অভিনয়ে সরব ৩৮ বছরের শ্রাবন্তী। গত বছরও তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে পাঁচটি সিনেমার কাজ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT