1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ভয় দেখিয়ে জমির মাটি কাটার অভিযোগ, এস্কেভেটরসহ আটক ৩ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

ভয় দেখিয়ে জমির মাটি কাটার অভিযোগ, এস্কেভেটরসহ আটক ৩

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে
ফসলি জমির মাটি কাটার অভিযোগে আটক তিন ব্যক্তি (মাঝে)।

শরীয়তপুর প্রতিনিধি || শরীয়তপুরের ভেদরগঞ্জে ভয় দেখিয়ে এক কৃষকের জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে এস্কেভেটরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ১১টার দিকে আটকের তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল।

আটকরা হলেন- উলজেলার নাজিমপুর এলাকার ইব্রাহিম কাজীর ছেলে সুলতান কাজী (৪২), মমজেদ শেখের ছেলে রবিউল শেখ (৫৫) ও মাসুদুর রহমানের ছেলে ইব্রাহিম আলী (২০)।

পুলিশ সূত্র জানায়, উপজেলার পাপরাইল এলাকার মতি মাল দীর্ঘদিন ধরে নিজের জমিতে ফসল ফলান। তাকে ভয় দেখিয়ে রবিবার মধ্যরাতে জমি থেকে এস্কেভেটর দিয়ে মাটির টপ সয়েল কেটে নিতে শুরু করেন সুলতান কাজী ও তার সহযোগীরা। বিষয়টি মতি মাল মোবাইলের মাধ্যমে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তিনজনকে আটক করে এবং এস্কেভেটর জব্দ করে।

শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন, ‍“ফসলি জমির মাটি কাটার অপরাধে তিনজনকে আটক করা হয়েছে। ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দায়ের শেষে তাদের আদালতে পাঠানো হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT