1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ভারতে খেলার বিষয়ে বিসিবির সিদ্ধান্তে একমত বিএনপি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

ভারতে খেলার বিষয়ে বিসিবির সিদ্ধান্তে একমত বিএনপি

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

ঠাকুরগাঁও প্রতিনিধি || আসন্ন বিশ্বকাপে ভারতে জাতীয় দল না পাঠানোর বিষয়ে বিসিবির সিদ্ধান্তে বিএনপি একমত বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “ক্রিকেটের সাথে আন্তর্জাতিক রাজনীতির স্পর্শ জড়িয়ে আছে। ক্রিকেটের সাথে আমাদের দেশের সম্মান জড়িত আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এটা আমরা মনে করি আমাদের দেশকে অপমান করা হয়েছে। এক্ষেত্রে আমরা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সাথে একমত। সেই সাথে এটাও মনে করি, ছোট ছোট বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে যেতে হবে।”

বিগত সরকার তিস্তার পানির হিস্যা আদায় করতে পারেনি, যদি বিএনপি সরকারে যায় তবে এ বিষয়ে কী করবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আমাদের জনগণের সাথে কমিটমেন্ট আছে তিস্তা পদ্মাসহ অভিন্ন যত নদী আছে সবগুলো ব্যাপারে আমরা ভারতের সাথে অ্যাঙ্গেজ করব। তাদের কাছ থেকে পরস্পর সম্মান বজায় রেখে পানির হিস্যা আদায় করার চেষ্টা করব।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা আনসারুল হক, চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, কামাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT