1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে
শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা প্রতিনিধি || সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারসহ নানা জালিয়াতি ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জানুয়ারি) গাইবান্ধা প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শতাধিক মানুষ উপস্থিত ছিল।

গত ৯ জানুয়ারি সারা দেশে একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ লাখ ৮০ হাজারের বেশি প্রার্থীর অংশগ্রহণে ৬১টি জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পরীক্ষার বিভিন্ন কেন্দ্রে কথোপকথনের ডিভাইস ব্যবহার, প্রশ্নফাঁসের আশঙ্কা এবং দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণে সুষ্ঠু ও নিরপেক্ষ পরীক্ষা প্রশ্নবিদ্ধ হয়েছে। এসব অনিয়মে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বক্তারা বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে শিক্ষা ব্যবস্থায় আস্থাহীনতা তৈরি হবে। তাই অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া এবং বিতর্কিত পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানান তারা। এছাড়া মানববন্ধন থেকে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না এলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT