1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জীবননগরে বিএনপি নেতার মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি ফখরুলের - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

জীবননগরে বিএনপি নেতার মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক || চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক শোকবিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা কখনোই দেশের জন্য শুভ নয়। বিচারবহির্ভূতভাবে কাউকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইন ও মানবাধিকারের প্রতি চরম অবমাননার শামিল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেকোনো অপরাধের ক্ষেত্রে বিচারিক আদালতের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত হবে—এটাই জনগণের প্রত্যাশা। অথচ অস্ত্র উদ্ধারের নামে একজন রাজনৈতিক নেতাকে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা দেশের মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি এ ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেন এবং অবিলম্বে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব উল্লিখিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি তিনি জীবননগর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT