1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বড় রদবদল এনে নেদারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বড় রদবদল এনে নেদারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী ও অভিজ্ঞতার মিশেলে দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। আসন্ন বিশ্বমঞ্চে ডাচদের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ডস। বাংলাদেশ সফরের পর এটিই নেদারল্যান্ডসের প্রথম টি-টোয়েন্টি স্কোয়াড, আর তাতে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন।

সবচেয়ে আলোচিত খবর, দলে ফিরেছেন রোয়েলফ ভ্যান ডার মার্ভে ও বাস ডি লিড। তাদের সঙ্গে প্রত্যাবর্তন করেছেন মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশেটও। এই চারজনই সর্বশেষ খেলেছিলেন ইউরোপ অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে, যা বাংলাদেশের বিপক্ষে সিরিজের ঠিক আগের টুর্নামেন্ট ছিল।

অভিজ্ঞ অলরাউন্ডার কলিন অ্যাকারম্যানও আবার জাতীয় দলে। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছিলেন ২০২৪ সালের নভেম্বরে। তবে ২০২৫ সালের ভাইটালিটি ব্লাস্টে ডারহামের হয়ে ১৪ ম্যাচে ৩০৪ রান করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। একই বয়সী টিম ভ্যান ডার গুগটেনও ফিরেছেন দলে। ২০২৪ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলতে যাচ্ছেন তিনি। ব্লাস্টে দশ ম্যাচে ছয় উইকেট নিয়ে নজর কাড়েন এই পেসার।

মিডিয়াম ফাস্ট বোলার লোগান ভ্যান বীকও জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি তিনি। তবে নিউ জিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি আসর সুপার স্ম্যাশে ওয়েলিংটনের হয়ে সাত ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ফেরার বার্তা দিয়েছেন।

এডওয়ার্ডসের ব্যাক-আপ উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন কাইল ক্লেইন ও নোয়া ক্রোস। তবে ক্যারিয়ারে এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই তাদের।

অন্যদিকে, স্কোয়াড থেকে বাদ পড়েছেন তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গল ও বিক্রমজিৎ সিং। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে থাকা সেড্রিক ডি ল্যাঙ্গে, সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্রাট, ড্যানিয়েল ডোরাম, শরিজ আহমেদ ও রায়ান ক্লেইনও জায়গা পাননি এবারের দলে।

দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন রায়ান কুক। সহকারী কোচের ভূমিকায় থাকছেন রায়ান ভ্যান নিকার্ক ও সাবেক দক্ষিণ আফ্রিকা ওপেনার হেইনো কুন।

বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে খেলবে নেদারল্যান্ডস। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান (৭ ফেব্রুয়ারি, কলম্বো), নামিবিয়া (১০ ফেব্রুয়ারি, দিল্লি), যুক্তরাষ্ট্র (১৩ ফেব্রুয়ারি, চেন্নাই) ও স্বাগতিক ভারত (১৮ ফেব্রুয়ারি, আহমেদাবাদ)।

নেদারল্যান্ডস স্কোয়াড (টি-টোয়েন্টি বিশ্বকাপ):
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), নোয়া ক্রোস (উইকেটকিপার), ম্যাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ভ্যান মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, লোগান ভ্যান বীক, রোয়েলফ ভ্যান ডার মার্ভে ও টিম ভ্যান ডার গুগটেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT