1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটি জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করে ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, এক্ষেত্রে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা পাওয়ার প্রত্যাশা করা উচিত নয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষ দিকে থেকে ইরানজুড়ে ব্যাপক অস্থিরতা চলছে, যার ফলে কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তেহরান কঠোর বিধিনিষেধ আরোপ করেছে এবং দেশটির মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। ইরান সরকারের দাবি, বিদেশি মদতপুষ্ট সহিংসতা দমন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস তেহরান এক বিবৃতিতে জানায়, “অবিলম্বে ইরান ত্যাগ করুন।” এতে নাগরিকদের নিজস্ব ঝুঁকি বিবেচনা করে ভ্রমণের পরিকল্পনা করার আহ্বান জানিয়ে বলা হয়, “আপনি যদি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে যুক্তরাষ্ট্র সরকার আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।”

সতর্কবার্তায় আরো বলা হয়, “ইরানে মার্কিন নাগরিকরা জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার এবং আটকের উচ্চ ঝুঁকিতে রয়েছেন।” এমনকি কেবল মার্কিন পাসপোর্ট থাকাই আটকের জন্য যথেষ্ট কারণ হতে পারে বলে সতর্ক করা হয়। দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে কেবল ইরানি পাসপোর্ট ব্যবহার করে দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।

যারা এই মুহূর্তে দেশ ছাড়তে পারছেন না, তাদের প্রতি নির্দেশনায় বলা হয়, “আপনার বাসভবন বা অন্য কোনো নিরাপদ ভবনের ভেতরে নিরাপদ স্থান খুঁজে নিন এবং খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত রাখুন।”

২০২৫ সালের গ্রীষ্মকাল থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। সে সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি রুখতেই এই আগাম হামলা চালানো হয়েছে- তবে তেহরান এই দাবি অস্বীকার করেছে।

গত সপ্তাহে ট্রাম্প প্রকাশ্যে জানান, তার প্রশাসন ইরানের বিষয়ে ‘খুব কঠোর কিছু বিকল্প’ বিবেচনা করছে, যার মধ্যে বিমান হামলাও একটি বিকল্প হিসেবে টেবিলে রয়েছে।

এর জবাবে ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, ওয়াশিংটন যদি হস্তক্ষেপ করে, তাহলে মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং তাদের সদস্যরা ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিণত হবে।

তেহরান আরো দাবি করেছে, তাদের কাছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টসহ বিদেশি মদতপুষ্ট অনুপ্রবেশকারীদের প্রমাণ রয়েছে, যারা ইরানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে যেন ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপের একটি অজুহাত পায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT