1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
স্বর্ণ ও রুপার দাম বেড়ে নতুন রেকর্ড - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

স্বর্ণ ও রুপার দাম বেড়ে নতুন রেকর্ড

তানভীর আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

তানভীর আহমেদ || স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা এবং রুপার দাম ৪০৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে, ভালো মানের সোনার দাম ২ লাখ ৩২ হাজার টাকা ছাড়িয়েছে। রুপার ভরি ৫ হাজার ৯০০ টাকা অতিক্রম করেছে।

সোমবার (১২ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় স্থানীয় বাজারের সঙ্গে তা সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে ৪ হাজার ৪৪২ ডলার।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা হবে।

২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা, ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT