1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ইরানকে চাপে রাখতে নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, তাদের পণ্যের ওপর তিনি ২৫ শতাংশ শুল্ক আরোপ করছেন।

সোমবার (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ট্রাম্প। খবর বিবিসির।

ট্রাম্প জানান, এই শুল্ক ‘অবিলম্বে কার্যকর’ হবে। তবে ইরানের সঙ্গে ‘ব্যবসা করা’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

ইরানের বৃহত্তম বাণিজ্য অংশীদার হলো চীন; এরপরই রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ভারত।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর হলে তেহরানে সামরিক হস্তক্ষেপের যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন, তার পরপরই এই নতুন শুল্কের ঘোষণা এলো। হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট সোমবার জানান, ইরানে মার্কিন বিমান হামলাসহ সামরিক হস্তক্ষেপের বিষয়টি এখনও ‘বিবেচনায়’ রয়েছে।

সোমবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, “যেকোনো দেশ যদি ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে ব্যবসা করে, তবে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সব ব্যবসার ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।” তিনি আরো যোগ করেন, “এই আদেশ চূড়ান্ত এবং নিষ্পত্তিমূলক।”

ইরানি মুদ্রা রিয়ালের মান ব্যাপক হারে কমে যাওয়ায় গত ডিসেম্বরের শেষের দিকে যে ক্ষোভ থেকে বিক্ষোভের সূত্রপাত হয়েছিল, তা এখন ইরান সরকারের জন্য বড় ধরনের সংকটে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, তারা ইরানে প্রায় ৫০০ বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিবিসি-কে দেওয়া বিভিন্ন সূত্র বলছে, নিহতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। এছাড়া হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তবে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেশটিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য পাওয়া এবং তা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। বিবিসি এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো ইরান থেকে সরাসরি রিপোর্ট করতে পারছে না।

ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট গত রবিবার দাবি করেন, ইরানের কর্মকর্তারা ‘আলোচনা করার জন্য’ তাকে ফোন করেছিলেন। তবে ট্রাম্প বলেন, “বৈঠকের আগেই হয়তো আমাদের পদক্ষেপ নিতে হতে পারে।”

ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। গত ২৮ ডিসেম্বর তেহরানের দোকানদাররা খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মানের পুনরায় চরম পতনের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। গত এক বছরে ইরানের মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমেছে এবং মুদ্রাস্ফীতি ৪০ শতাংশ ছাড়িয়ে গেছে, যার ফলে রান্নার তেল এবং মাংসের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT