1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ফেনী হাসপাতালে রান্না কাণ্ড: ১০ নার্সকে শাস্তির সুপারিশ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

ফেনী হাসপাতালে রান্না কাণ্ড: ১০ নার্সকে শাস্তির সুপারিশ

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনী (ফাইল ফটো)

ফেনী প্রতিনিধি || ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাবান্নাসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকির অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তদন্ত কমিটির সদস্য সচিব হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়েব ইমতিয়াজ নিলয় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১২ জানুয়ারি) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

তদন্তে অপারেশন থিয়েটারে রান্নাবান্নার সত্যতা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে তদন্ত কমিটি। এ ঘটনায় অন্তত ১০ জন নার্সের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে সংবেদনশীল এই স্থানে দীর্ঘদিন ধরে চলমান অব্যবস্থাপনায় কোনো চিকিৎসক বা কর্মকর্তার গাফিলতি খুঁজে পাননি তদন্ত দল। এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকরা আড়ালেই রয়ে গেছেন।

তদন্ত কমিটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাইজিংবিডিসহ বিভিন্ন গণমাধ্যমে ‘অপারেশন থিয়েটারে রান্নাবান্না’ বিষয়ে সংবাদ প্রকাশ করে। বিষয়টি নজরে এলে হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কমিটি একদিন আগেই, ১২ জানুয়ারি প্রতিবেদন জমা দিয়েছে।

অভিযোগের বেশ কিছু বিষয় সত্যতা পাওয়া গেছে। সে অনুসারে কমিটি দোষীদের বিরুদ্ধে বিভিন্ন সুপারিশ করেছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের মধ্যে কিছু নার্সের বদলীর সুপারিশ করা হয়েছে। এরইমধ্যে এ অভিযোগে নার্সিং সুপার ভাইজার কল্পনা রানী মন্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদারকে সাময়িক বরখাস্ত করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। প্রতিবেদনে অবকাঠামো উন্নয়নের সুপারিশও করা হয়েছে। তবে কোনো চিকিৎসকের দোষ খুঁজে পায়নি তদন্ত দল।

এ বিষয়ে তদন্ত কমিটির সভাপতি ডা. জালাল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল ধরেননি।

তদন্ত কমিটির সদস্য সচিব, ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শোয়েব ইমতিয়াজ নিলয় বলেন, “আমরা নিরপেক্ষভাবে তদন্ত সম্পন্ন করে সোমবার প্রতিবেদন জমা দিয়েছি। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জড়িতদের বিষয়ে অনেকগুলো সুপারিশ করা হয়েছে। তদন্তাধীন বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। আমরা আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছেন। তদন্তনাধীন বিষয়ে কিছু বলা যাবে না। তবে তদন্ত কমিটি একাধিক বিষয়ে সুপারিশ করেছে। আমরা প্রতিবেদনটি চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বরাবর পাঠানো হয়েছে।”

তদন্ত কমিটিতে হাসপাতালের সহকারী পরিচালক ডা. জালাল হোসেনকে সভাপতি ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শোয়েব ইমতিয়াজকে সদস্য সচিব করা হয়। কমিটির আরো একজন সদস্য ছিলেন ডা. মশিউর রহমান।

প্রসঙ্গত, ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে রান্নাবান্না ও নানা অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়াও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT