1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটকে রাখে।

কুড়িগ্রাম প্রতিনিধি || কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড় এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর আগুন জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ছিলেন। পাশাপাশি তিনি যাত্রাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, নজরুল ইসলাম মোটরসাইকেলে করে বাড়ি থেকে কুড়িগ্রাম শহরের দিকে দিকে যাচ্ছিলেন। তারামন বিবি মোড় এলাকায় পৌঁছালে সোনাহাট স্থলবন্দর থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে পড়ে যান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, “ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT