1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
চাঁপাইনবাবগঞ্জে ১৭ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ১৭ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে
আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || চাঁপাইনবাবগঞ্জের একটি সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (১৪ জানুয়ারি) ভোরে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাংগা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। পরে ১৬ বিজিবি’র একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করেছে।

আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা সবাই বাংলাদেশের খুলনা ও যশোর জেলার বাসিন্দা।

এ বিষয়ে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, বুধবার ভোরে সীমান্ত দিয়ে ভারত থেকে ১৭ জনকে পুশইন করা হয়। তারা বাংলাদেশ সীমান্ত এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরবর্তীতে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা গত ৫-৬ বছর ধরে ভারতের উত্তরপ্রদেশের আগ্রা জেলায় বসবাস করছিলেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করলে তারা আগ্রা জেলা কারাগারে প্রায় ৩ বছর সাজা ভোগ করেন। কারাবাস শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বুধবার ভোরে ১২ ব্যাটালিয়ন বিএসএফের অধীনস্থ টিলাশন ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২১৯/২৯-আর এলাকা দিয়ে তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয়।

বিজিবি অধিনায়ক আরো জানান, চাড়ালডাংগা বিওপির একটি টহল দল সীমান্ত হতে প্রায় ৩ কিলোমিটার ভেতরে শিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT