1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ঢাকায় বিশ্বকাপের সোনালি ট্রফি, দেখতে মানতে হবে যেসব নির্দেশনা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ঢাকায় বিশ্বকাপের সোনালি ট্রফি, দেখতে মানতে হবে যেসব নির্দেশনা

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || ফুটবল বিশ্বের সবচাইতে আকাঙ্ক্ষিত সেই সোনালি স্মারকটি এখন রাজধানী ঢাকার বুকে। ২০২৬ বিশ্বকাপের বৈশ্বিক উন্মাদনা ছড়িয়ে দিতে আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। ১৮ ক্যারেট সোনায় মোড়ানো এই পাঁচ কেজি ওজনের স্বপ্নিল ট্রফিটি বহনকারী বিশেষ বিমানটি যখন রানওয়ে স্পর্শ করে, তখন ঢাকার আকাশেও যেন ফুটবলের রাজকীয় আভা ছড়িয়ে পড়ে।

সঙ্গী যখন ব্রাজিলের বিশ্বজয়ী কিংবদন্তি:
এবারের ট্রফি সফরের বিশেষ আকর্ষণ হয়ে বাংলাদেশে এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর পাঁচতারা হোটেল র‍্যাডিসন ব্লু-তে। উল্লেখ্য, এটি বাংলাদেশে ফিফা ট্রফির চতুর্থ সফর; এর আগে ২০০২, ২০১৩ এবং সর্বশেষ ২০২২ সালে ট্রফিটি এ দেশে এসেছিল।

দেখার সুযোগ ও নিয়মাবলী: ভক্তদের জন্য ‘এক্সক্লুসিভ’ ইভেন্ট
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে ট্রফি প্রদর্শনী। তবে নিরাপত্তার কড়াকড়ি ও ফিফার কঠোর প্রোটোকলের কারণে সবার জন্য এই সুযোগ উন্মুক্ত নয়। কোকা-কোলার বিশেষ ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনে অংশ নিয়ে যারা বিজয়ী হয়েছেন, কেবল তারাই পাচ্ছেন এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হওয়ার সুযোগ। তাদের জন্য থাকছে কিছু বিশেষ নির্দেশনা:

১. প্রবেশাধিকার: বৈধ টিকিটের প্রিন্ট বা সফট কপির পাশাপাশি কোকা-কোলার নির্দিষ্ট ক্যাপটি সঙ্গে রাখা বাধ্যতামূলক।

২. স্পর্শ নিষেধ: ফিফার ঐতিহ্যবাহী নিয়ম অনুযায়ী, বিশ্বজয়ী ফুটবলার ও রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কেউ ট্রফিটি স্পর্শ করতে পারবেন না। ভক্তরা কেবল নির্দিষ্ট দূরত্ব থেকে ছবি তুলতে পারবেন।

আয়োজনের চাকচিক্যের মাঝে একটি বিষাদের সুরও বেজেছে। বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) আমন্ত্রণ পেলেও ট্রফি দেখার তালিকায় নাম নেই দেশের জাতীয় দলের ফুটবলারদের। নিজের দেশেই বিশ্বকাপের ট্রফিটি দেখার সুযোগ না পেয়ে আক্ষেপে পুড়ছেন দেশি ফুটবলাররা, যা দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

বাংলাদেশে ট্রফিটির অবস্থান হবে খুবই সংক্ষিপ্ত। মাত্র ৮ ঘণ্টার এই ঝটিকা সফর শেষে আজ সন্ধ্যা ৬টাতেই ট্রফিটি ঢাকা ত্যাগ করে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে।

এক নজরে আজকের ট্রফি সফর:
আগমনের সময়: সকাল ১০:০০ টা।
মূল অনুষ্ঠানস্থল: হোটেল র‍্যাডিসন ব্লু।
ফিফা প্রতিনিধি: গিলবার্তো সিলভা (ব্রাজিল)।
বিদায়ের সময়: সন্ধ্যা ৬:০০ টা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT