1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বিয়ের ছবি প্রকাশ করলেন জেফার-রাফসান - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

বিয়ের ছবি প্রকাশ করলেন জেফার-রাফসান

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে
বর-কনের সাজে রাফসান ও জেফার

বিনোদন ডেস্ক || সংগীতশিল্পী জেফার রহমান ও সঞ্চালক রাফসান সাবাবের প্রেম নিয়ে জলঘোলা কম হয়নি। এ জুটির প্রেমের গুঞ্জনের অবসান টেনে গতকাল থেকে বিয়ের আলোচনায় মুখর শোবিজ অঙ্গন ও সোশ্যাল মিডিয়া। শোনা যায়, বুধবার (১৪ জানুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই জুটি।

বিয়ের ব্যাপারটি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন রাফসান-জেফার। এবার নীরবতা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করেন রাফসান সাবাব। ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে লেখেন—“বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসা নিয়ে আমাদের জীবনের নতুন যাত্রা শুরু হচ্ছে, এ মুহূর্তে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। আজ আমরা একসঙ্গে নতুন জীবনের সুন্দর একটি অধ্যায় শুরু করলাম। জেফার ও রাফসান।”

ছবিগুলো মুহূর্তের মধ্যে অন্তর্জালে ছড়িয়ে পড়ে। এক ঘণ্টার মধ্যে এ পোস্টে রিঅ্যাক্ট পড়ে ১ লাখ ৩৩ হাজার। মন্তব্য জমা পড়েছে ২১ হাজারের বেশি। নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন—অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।

জেফার ও রাফসান

জানা যায়, আজ সকালে ছিল জেফার-রাফসানের গায়েহলুদ, সন্ধ্যায় বিয়ে। এর আগে রাফসান-জেফারের ঘনিষ্ঠজন বিয়ের তথ্য নিশ্চিত করে একটি গণমাধ্যমে জানান, সপ্তাহখানেক ধরেই বিয়ের পরিকল্পনা চলছে। বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে অন্য একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, গত ১০ জানুয়ারি জেফারের বাসায় বিয়ে করেছেন তারা। আজ আনুষ্ঠানিকতা হবে।

২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাফসান সাবাব। ২০২৩ সালের নভেম্বরে বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন রাফসান। এরপর রাফসান-এশার বিচ্ছেদ চর্চায় পরিণত হয়। এসবের মাঝে নেটিজেনদের অনেকে দাবি করেছিলেন, সংগীতশিল্পী জেফার রহমানের কারণে রাফসান-এশার সংসার ভেঙেছে।

রাফসান ও জেফার

এ বিষয়ে গণমাধ্যমকে জেফার রহমান বলেছিলেন, “এটা খুবই হাস্যকর। মানুষ এগুলো কোথা থেকে পায় আমি জানি না। আমি সাধারণত এসব বিষয় এড়িয়ে চলি। কিন্তু এবার যেভাবে পরিস্থিতি নোংরা হয়েছে তাতে খুব খারাপ লেগেছে। তাই এটা নিয়ে কথা বলতে বাধ্য হলাম।”

২০১১ সালে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে ইউটিউবে প্রকাশ করে সাড়া ফেলেন জেফার রহমান। বাংলাদেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান জেফার। সময়ের সঙ্গে তার গায়কির জাদু স্পর্শ করে সংগীতপ্রেমীদের হৃদয়। ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে।

জেফার ও রাফসান

পরবর্তীতে ইউটিউব থেকে স্টেজ শোয়ে পা রাখেন জেফার। স্বকীয় গায়কি আর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে সহজেই সবার থেকে আলাদা হয়েছেন তিনি। নেমেসিস, ওয়ারফেইজ, অর্থহীন-এর মতো দেশের বড় বড় ব্যান্ডগুলোর সঙ্গে অসংখ্য স্টেজ শো করেছেন জেফার। কেবল তাই নয়, অভিনয়েও অভিষেক ঘটেছে তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT