1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
রিকশা-ভ্যান-অটো চালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

রিকশা-ভ্যান-অটো চালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে
রিকশা, ভ্যান ও অটোচালকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক || রিকশা, ভ্যান ও অটোচালকদের কষ্টের কথা শুনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি তাদের পরিবারের খোঁজ-খবর নেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমানকে কাছে পেয়ে দুঃখ, দুর্দশা ও নানারকম হয়রানির কথা তুলে ধরেন চালকরা।

সভায় তারেক রহমান গভীর মনোযোগ দিয়ে সকল বক্তব্য শোনেন এবং তাদের অমানুষিক পরিশ্রমের মাধ্যমে নগরবাসীর সেবা প্রদানের জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, “আপনারা যারা প্রতিদিন শহরের রাস্তায় মানুষ ও পণ্য পরিবহন করছেন, সেই কাজ অত্যন্ত সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ।”

সভায় তারেক রহমান শহরের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন। তিনি বলেন, “নগর পরিবহন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে চালকদের সহযোগিতা অপরিহার্য।”

অতীতের অভিজ্ঞতা এবং নির্বাচনি পরিকল্পনার আলোকে তিনি জানান, ক্ষমতায় এলে স্বল্প আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে ন্যায্য দামে নিত্যপণ্যসহ সরকারি সুবিধা সরাসরি পৌঁছানো হবে অস্বচ্ছল পরিবারের গৃহকর্ত্রীর কাছে। এছাড়া, দেশের উন্নয়ন, জনসেবা ও সামাজিক সুরক্ষার জন্য বিএনপির নানা কর্মপরিকল্পনা চালু হবে।

সভা শেষে তারেক রহমান প্রত্যাশা প্রকাশ করেন, শহরের নিম্ন আয়ের মানুষরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও পরামর্শ শেয়ার করে নির্বাচনে দলের কর্মকৌশলে অবদান রাখবেন।

তিনি বলেন, “আপনাদের সহযোগিতা ও সমর্থন আমাদের জাতীয় লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT