1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করছে: সালাহউদ্দিন - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করছে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
সালাহউদ্দিন আহমদ।

নিজস্ব প্রতিবেদক || বিএনপির ভদ্রতা ও নম্রতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “একটি রাজনৈতিক দল বিভিন্ন কৌশলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করছে, তবে তাদের সে সুযোগ দেওয়া হবে না।”

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে বিএনপি কিছু কর্মসূচি স্থগিত করেছিল। কিন্তু নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল সেটিকে বিএনপির দুর্বলতা হিসেবে দেখেছে।”

তিনি বলেন, “আমাদের ভদ্রতা ও নম্রতা আমাদের দুর্বলতা নয়। আমরা গণতন্ত্রকে ভালোবাসি এবং রক্ত-সিঁড়ি মাড়িয়ে আজকের অবস্থানে এসেছি।”

তিনি বলেন, “শহীদ আবু সাঈদের কবর জিয়ারত কর্মসূচি নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত করা হলেও পরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এসব ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।”

গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা গণতান্ত্রিক উত্তরণের পথকে কণ্টকাকীর্ণ করতে চায়, তাদের মনে রাখতে হবে—বিএনপি গণতন্ত্রে ফিরবেই। ইনশাআল্লাহ, আমরা সাম্য, সুশাসন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব।”

তিনি বলেন, “শেখ হাসিনার শাসনামলে দেশ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল। এ সময় বহু মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন।এসব ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের নির্যাতনের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT