1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ঘুম ভাঙতেই দেখেন বুকের ওপর সাপ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

ঘুম ভাঙতেই দেখেন বুকের ওপর সাপ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || সোমবার মধ্যরাতে র‍্যাচেল ব্লু আধো ঘুমন্ত অবস্থায় টের পান তার বুকের ওপর ভারী কিছু একটা নাড়াচাড়া করছে। নিজের পোষা কুকুরটি হয়তো তার উপরে উঠে এসেছে ভেবে হাত বাড়িয়ে দিয়েছিলেন র‌্যাচেল। তবে কুকুরের রোমশ দেহের পরিবর্তে তার হাতে মসৃণ কিছু একটি জিনিস অনুভূত হলো।

র‌্যাচেল তার কম্বলের নিচ থেকে কিছুটা বের হয়ে যখন ঘাড় বের করলেন, তখন তার স্বামী বিছানার পাশের বাতিটি জ্বেলে দেন। এরপর তার স্বামী যা বললো তাতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন র‌্যাচেল।

র‌্যাচলকে সতর্ক করে দিয়ে তার স্বামী বলেন, “ওহ সোনা। নড়ো না। তোমার উপর আড়াই মিটার লম্বা অজগর শুয়ে আছে।”

আতঙ্কিত র‌্যাচেল গালি দিয়ে ওঠেন এবং দ্রুত কুকুরগুলোকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, “আমি ভেবেছিলাম যদি আমার ডালমেশিয়ান বুঝতে পারে যে সেখানে একটি সাপ আছে… তাহলে হত্যাকাণ্ড ঘটবে।”

কুকুরগুলো ঘরের বাইরে সুরক্ষিত ছিল। র‌্যাচেল সাবধানে নিজেকে কম্বলের নিচ বের করে আনতে শুরু করেন।

র‌্যাচেল বলেন, “আমি কেবল কম্বলের নিচ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম… মনে মনে বলছিলাম, এটা কি সত্যিই ঘটছে? এটা খুবই অদ্ভুত।”

র‌্যাচেলের বিশ্বাস, এটি ছিল কার্পেট পাইথন – যা বিষাক্ত নয়। তার ঘরের জানালার শাটার ভেদ করে নীচের বিছানায় এসে পড়েছিল সাপটি।

অজগরটি থেকে মুক্ত হওয়ার পর সাপটি যেভাবে এসেছিল সেভাবে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।

র‌্যাচেল বলেন, “এটি এত বড় ছিল যে যদিও এটি আমার উপর কুঁচকে গিয়েছিল, তার লেজের কিছু অংশ এখনো শাটারের বাইরে ছিল। আমি এটিকে ধরেছিলাম, (এবং) এটিকে খুব বেশি ভীত বলে মনে হয়নি।”

র‌্যাচেল ভয় পেলেও খুব বেশি বিচলিত ছিলেন না। কারণ তিনি এই সাপপ্রবণ এলাকাতে বেড়ে উঠেছেন।

তিনি বলেন, “আমি মনে করি আপনি যদি শান্ত থাকেন, তবে তারা শান্ত।”

কার্পেট পাইথন অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে সাধারণ। এটি সাধারণত পাখির মতো ছোট স্তন্যপায়ী প্রাণী খায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT